গেরুয়া ত্রিপুরায় স্মার্ট মিটারের নামে প্রহসন, এক মাসে বিল বাড়ল ৬১ হাজার টাকা

কেন্দ্রের সরকার চাপিয়ে দেওয়া স্মার্ট মিটার বসেছে ত্রিপুরার বিভিন্ন এলাকায়। দক্ষিণ ত্রিপুরার বনকরের পুরসভা এলাকায় সম্প্রতি বসেছে স্মার্ট মিটার।

Must read

প্রতিবেদন: বিদ্যুতের বিলের জন্য স্মার্ট মিটার বসানোর কেন্দ্রের ফতোয়া মানেনি বাংলার সরকার। পরীক্ষামূলকভাবে যে স্মার্ট মিটারগুলি বসেছিল তাতে যে আস্বাভাবিক বিল আসে, তাতেই বাংলার সরকার কেন্দ্রের সিদ্ধান্তকে নাকচ করে। কিন্তু বিজেপি-শাসিত ত্রিপুরায় সাধারণ মানুষ চান বা না চান, চাপিয়ে দেওয়া হয়েছে স্মার্ট মিটার। ফল ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। একমাসে বইতে হচ্ছে ৬১ হাজার টাকার বেশি বিল।

আরও পড়ুন-শিক্ষাক্ষেত্রে ট্রাম্পের নীতিতে সায় দিল মার্কিন সুপ্রিম কোর্টও

কেন্দ্রের সরকার চাপিয়ে দেওয়া স্মার্ট মিটার বসেছে ত্রিপুরার বিভিন্ন এলাকায়। দক্ষিণ ত্রিপুরার বনকরের পুরসভা এলাকায় সম্প্রতি বসেছে স্মার্ট মিটার। বাসিন্দা পূর্ণিমা দাসের জুন মাসে যে বিল এসেছে তাতে অর্থের পরিমাণ ছিল ১৯২ টাকা। একমাসে তাঁদের এমনই বিল আসে বলে দাবি পরিবারের। কিন্তু সমস্যা শুরু জুলাই মাসের বিল নিয়ে। স্মার্ট মিটার বসার পরে বিলের টাকার অঙ্ক দেখে আতঙ্কে পরিবার। তাঁরা জানান, একমাসে বিল এসেছে ৬১ হাজার ৪৮১ টাকা। দুইমাসের বিলের টাকার অঙ্কে আকাশ-পাতাল ফারাক।

Latest article