জয়ের উচ্ছ্বাস মুহূর্তে বদলে গেল বিষাদে। নিক্কো পার্কের (salt lake) ভিতরে ওয়াটার পার্কে স্নান করতে গিয়ে মৃত্যু হল যুবকের। যুবক উল্টোডাঙা মুরারি পুকুরের বাসিন্দা। স্নান করতে গিয়ে তিনি আচমকাই সংজ্ঞাহীন হয়ে পড়েন। দ্রুত তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল ১১টা নাগাদ।
ঘটনার তদন্ত করছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। পুলিশ ওই যুবকের বন্ধুদের জিজ্ঞাসাবাদ শুরু করছে। ঠিক কী ঘটেছিল সেই সময়ে, বিশদ তথ্যের খোঁজ চলছে। মৃত যুবকের নাম রাহুল। ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে নিক্কো পার্কে (salt lake) ঘুরতে আসা বাকিদের মধ্যে।
আরও পড়ুন- বাংলাভাষীদের ধরতে ডবল ইঞ্জিনের রাজ্যে কেন্দ্রের গোপন বিজ্ঞপ্তি! বিস্ফোরক অভিযোগ দলনেত্রীর
এর আগে প্রায় ১৩ বছর আগে ২০১২ সালেও জয়রাইড দুর্ঘটনা ঘটেছিল। তখন হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে জয়রাইড। আহত হন কমপক্ষে ১৫ জন।