প্রার্থীই দিতে পারল না বিজেপি, কৃষি সমবায়ে ২৯ আসনেই জয় তৃণমূলের

প্রসঙ্গত, ২০১১ সালের আগে ধারাবাহিকভাবে সিপিএমের দখলে ছিল এই সোসাইটি। ২০১১-র পর তৃণমূলের হাতে আসে এই সমবায় সমিতি।

Must read

সংবাদদাতা, বাঁকুড়া : নমিনেশনে বাধা দিয়েও তৃণমূলের সামনে দাঁড়াতেই পারল না বিজেপি। জয়পুর ব্লকের জয়পুর ফার্মার্স সার্ভিস কো-অপারেটিভ সোসাইটির ২৯ আসনের সবক’টিতেই জয় হল তৃণমূল প্রার্থীদের। জয়ের পর সবুজ আবির খেলে তুমুল উচ্ছ্বাসে মাতোয়ারা হলেন তৃণমূল কর্মী-সমর্থকরা। জয়ী প্রার্থীদের মিষ্টিমুখ করালেন ব্লক সভাপতি। প্রসঙ্গত, ২০১১ সালের আগে ধারাবাহিকভাবে সিপিএমের দখলে ছিল এই সোসাইটি। ২০১১-র পর তৃণমূলের হাতে আসে এই সমবায় সমিতি।

আরও পড়ুন-হাইকোর্টে স্বস্তি পরেশ-স্বপনের

বুধবারও শেষ পর্যন্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই সমবায় সমিতির ২৯টি আসনের সবক’টিতেই জয়ী হলেন তৃণমূল প্রার্থীরা। স্বাভাবিকভাবেই জয়ের আনন্দে উল্লসিত তৃণমূলের কর্মী-সমর্থকরা। জয়ী প্রার্থীদের মালা পরিয়ে সবুজ আবির খেলে বিজয়োল্লাসে মেতে ওঠেন তাঁরা। জয়পুর ব্লক তৃণমূল সভাপতি কৌশিক বটব্যাল প্রার্থীদের মিষ্টিমুখ করান। সমবায় সমিতির কার্যালয় থেকে জয়পুরের ছোট গাড়ির স্ট্যান্ড পর্যন্ত মিছিল করা হল ব্লক সভাপতির নেতৃত্বে। বিজেপিকে কটাক্ষ করে ব্লক তৃণমূল সভাপতি কৌশিক বটব্যাল বলেন, ২৯ জন প্রার্থীর নামের প্রস্তাবকই খুঁজে পায়নি বিজেপি। ওরা প্রার্থী না দিতে পারলে আমাদের বলতে পারত। আমরা নমিনেশন করিয়ে দিতাম। লোক খুঁজে না পেয়ে হারার আগেই তাই বিজেপি উল্টো সুর গেয়ে আমাদের দোষ দিয়েছে। কিন্তু মানুষ আমাদের সঙ্গেই রয়েছেন।

Latest article