বড় ম্যাচ নিয়ে জট

ম্যারাথন বৈঠক চলে অনেক রাত পর্যন্ত। আইএফএ-র তরফে মাত্র ১০ হাজার টিকিট ছেড়ে ডার্বি আয়োজনের প্রস্তাব দেওয়া হয় পুলিশকে।

Must read

প্রতিবেদন : কল্যাণী স্টেডিয়ামে শনিবারের কলকাতা লিগের ডার্বি ঘিরে তীব্র জটিলতা। যা পরিস্থিতি তাতে বড় ম্যাচ পিছিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। কল্যাণীর ছোট স্টেডিয়ামে বিপুল সংখ্যক দর্শক হাজির হলে নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, এই আশঙ্কায় আইএফএ-কে পুলিশের তরফে চিঠি দিয়ে জানানো হয়, এত অল্প সময়ে বড় ম্যাচ আয়োজনের অনুমতি দেওয়া সম্ভব নয়। চিঠি পাওয়ার পরই রাতে কল্যাণীতে পুলিশের সঙ্গে বৈঠকে বসেন আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়, সচিব অনির্বাণ দত্ত।

আরও পড়ুন-প্রার্থীই দিতে পারল না বিজেপি, কৃষি সমবায়ে ২৯ আসনেই জয় তৃণমূলের

ম্যারাথন বৈঠক চলে অনেক রাত পর্যন্ত। আইএফএ-র তরফে মাত্র ১০ হাজার টিকিট ছেড়ে ডার্বি আয়োজনের প্রস্তাব দেওয়া হয় পুলিশকে। কিন্তু ম্যাচের দিন বাইরে থেকে বিপুল সংখ্যক লোক চলে এলে নিরাপত্তা বিঘ্নিত হবে, এই আশঙ্কা করেই ডার্বি আয়োজনে অনুমতি দিতে রাজি নয় স্থানীয় পুলিশ প্রশাসন। রাতে আইএফএ সচিব বললেন, সম্ভাবনা কমছে। তবু আমরা এখনও আশাবাদী। বৃহস্পতিবার শেষ চেষ্টা করব। ডিজিটাল টিকিটের ব্যবস্থা রাখব। দেখা যাক কী হয়!

Latest article