অরণ্য সপ্তাহ ও খেলা দিবস উপলক্ষে কলকাতা পুলিশের বৃক্ষরোপণ

এদিনের অনুষ্ঠানে কলকাতা পুলিশ এর সমস্ত কর্মচারী এবং তাদের পরিবারকে কলকাতা পুলিশ ওয়েলফেয়ার যে পরিষেবা প্রদান করে সেগুলিও আলোচিত হয়।

Must read

কলকাতা পুলিশ (Kolkata Police) ডেভেলপমেন্ট, ওয়েলফেয়ার অ্যান্ড গ্রিভেন্স রিড্রেসাল কমিটির উদ্যোগে আজ ১৫ জুলাই বডিগার্ড লাইনস্ অডিটোরিয়াম হলে অরণ্য সপ্তাহকে সামনে রেখে এবং ১৬ই আগস্ট খেলা দিবস মেনে বৃক্ষরোপণ করা হল। কলকাতা পুলিশের প্রত্যেক ইউনিট ও আবাসনগুলিতে এদিন বৃক্ষরোপনের উদ্দেশ্যে বৃক্ষ বিতরণ করা হয়। এছাড়াও আজ থেকে একমাস ব্যাপী সমস্ত ইউনিটগুলিতে ইনডোর গেমস কর্মসূচির শুভারম্ভ করা হয়। প্রত্যেক ইউনিটকে এই উপলক্ষে ক্যারাম বোর্ড প্রদান করা হল।

আরও পড়ুন-পাথর ছিটকে এসে মৃত্যু পুণ্যার্থীর, সাময়িকভাবে স্থগিত অমরনাথ যাত্রা

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তনু সিনহা বিশ্বাস, রুহুল আমিন আলী শাহ, বিজিতাশ্ব রাউত, প্রতাপ নায়েক, যুগ্ম নগরপাল অপরাধ দমন শাখা রূপেশ কুমার আইপিএস, শুভঙ্কর ভট্টাচার্য আইপিএস, অমিত ভার্মা আইপিএস। প্রত্যেকের উপস্থিতিতে এই অনুষ্ঠান সাফল্য লাভ করে। প্রসঙ্গত, এদিনের অনুষ্ঠানে কলকাতা পুলিশ এর সমস্ত কর্মচারী এবং তাদের পরিবারকে কলকাতা পুলিশ ওয়েলফেয়ার যে পরিষেবা প্রদান করে সেগুলিও আলোচিত হয়।

Latest article