বেঙ্গালুরু, ১৭ জুলাই : আরসিবি-র (RCB scandal) আইপিএল জয়ের অনুষ্ঠানে শামিল হতে গিয়ে চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে মারা গিয়েছিলেন ১১ জন ক্রিকেটপ্রেমী। আর এই দুর্ঘটনার জন্য বিরাট কোহলির একটি ভিডিওকে দায়ী করল কর্নাটক সরকার!
হাইকোর্টে কর্নাটক সরকারের পক্ষ থেকে জমা দেওয়া রিপোর্টে দুর্ঘটনার জন্য একাধিক কারণ দেখানো হয়েছে। যার অন্যতম বিরাটের একটি ভিডিও। যেখানে তিনি আরসিবি (RCB scandal) সমর্থকদের এই বিজয় উৎসবে শামিল হওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন। সরকারের যুক্তি, বিরাটের ওই ভিডিওর কারণে প্রচুর মানুষ সেদিন জড়ো হয়েছিলেন চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে। আরও অভিযোগ, স্টেডিয়ামের গেট খোলা হয়েছিল অনেকটা দেরি করে। যার ফলে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়।
সরকারি রিপোর্টে দাবি করা হয়েছে, আইপিএল জয়ের দিন গভীর রাতে আরসিবি কর্তৃপক্ষ পুলিশের সঙ্গে যোগাযোগ করে অনুষ্ঠানের কথা জানিয়েছিল। পুলিশ চেয়েছিল ৯ জুন এই অনুষ্ঠানের আয়োজন করতে। কিন্তু তা না মেনে, আইপিএলের জয়ের পরের দিনেই এই অনুষ্ঠান রাখা হয়। দলের বিদেশি ক্রিকেটারদের দ্রুত ছেড়ে দিত হত। তাই পুলিশের আপত্তি সত্ত্বেও উৎসবের দিন পিছিয়ে দিতে রাজি হয়নি আরসিবি ফ্র্যাঞ্চাইজি।
আরও পড়ুন-প্রজ্ঞায় ফের মাত কার্লসেন