৭ মাস পর বাবলা সরকার খুনে নয়া মোড়! আত্মসমর্পণ বাবলু যাদবের

Must read

সাত মাস পর আত্মসমর্পণ করল ইংরেজবাজার পুরসভার তৃণমূল কাউন্সিলর বাবলা সরকার (Babla Sarkar murder case) খুনে অভিযুক্ত বাবলু যাদব। শুক্রবার বাবলু যাদব মালদহ জেলা আদালতে এসে আত্মসমর্পণ করে। তাকে নিজেদের হেফাজতে চেয়ে আদালতে আবেদন জানাতে চলেছে ইংরেজবাজার থানার পুলিশ।

আরও পড়ুন-আইআইটি খড়্গপুরে ফের ছাত্রের অস্বাভাবিক মৃত্যু

গত ২ জানুয়ারি নিজের ওয়ার্ডেই খুন হয় মালদহের তৃণমূল কংগ্রেস নেতা তথা ইংরেজবাজার পুরসভার ২২নং ওয়ার্ডের কাউন্সিলর দুলাল সরকার ওরফে বাবলা (Babla Sarkar murder case)। দুষ্কৃতীরা তাঁকে ২২নং ওয়ার্ডের মহানন্দাপল্লী এলাকায় প্রকাশ্যে একাধিক গুলি চালিয়ে খুন করে। এই ঘটনায় মূল অভিযুক্ত নরেন্দ্রনাথ তিওয়াড়ি-সহ বেশ কয়েকজনের নাম উঠে আসে। পুলিশ ঘটনায় জড়িত সমস্ত অভিযুক্তদের গ্রেফতার করতে পারলেও,ঘটনার পর থেকে বিহারে গা ঢাকা দিয়েছিল অভিযুক্ত বাবলু যাদব। পুলিশ তাকে গ্রেফতারের জন্য দু’লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করে। কিন্তু তারপরেও সে ধরা পড়েনি। অবশেষে এদিন পলাতক বাবলু নিজেই মালদহ জেলা আদালতে গিয়ে আত্মসমর্পণ করল। এনিয়ে বাবলা সরকার খুনে মোট ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

 

Latest article