সংবাদদাতা, দুর্গাপুর : শুক্রবার দুর্গাপুরে প্রধানমন্ত্রীর সভা। ঠিক তার আগেই এদিন পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর বিধানসভার জামগড়া গ্রামে বিজেপির যুব মণ্ডল সভাপতি-সহ প্রায় ২০০ জন সক্রিয় বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে (TMC) যোগ দিলেন। বিধায়ক তথা জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী তাঁদের হাতে পতাকা তুলে দিয়ে দলে বরণ করে নেন। তৃণমূল কংগ্রেসে (TMC) যোগদানের পরই প্রাক্তন মণ্ডল সভাপতি সুমন্ত রুইদাস বলেন, বিজেপি পুরোপুরি ভাঁওতাবাজদের দল। জনগণের পাশে থাকা তো দূরের কথা, মিথ্যাচার আর অন্যায় অপবাদের পাশাপাশি ধর্মীয় জিগির তুলে বিজেপি রাজনীতি করে যাচ্ছে। এটা ওই দলে থেকে পরিষ্কার বুঝতে পেরেছি। তাই এই দল করার আর কোনও প্রশ্নই ওঠে না। আমরা চাই মানুষের পাশে থাকতে। এর জন্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নযজ্ঞে শামিল হতে আজ তৃণমূলে যোগ দিলাম।
আরও পড়ুন-ঠাকুর-দেবতাকে নিয়ে রাজনীতি বিজেপির, পাল্টা দিলেন শশী