ডিজিটাল অ্যারেস্টে দেশের প্রথম সাজা

Must read

সংবাদদাতা, কল্যাণী : ডিজিটাল অ্যারেস্টে (digital arrest) ভারতে প্রথম সাজা। ৯ জনকে যাবজ্জীবন সাজা দিল কল্যাণী আদালত। দোষীরা প্রত্যেকেই ভিন রাজ্যের বাসিন্দা। ২ হাজার পাতার চার্জশিট পেশ করে পুলিশ। গত বছর কল্যাণীর এক অবসরপ্রাপ্ত কৃষি বিজ্ঞানীর থেকে প্রায় ১ কোটি টাকা প্রতারণার অভিযোগ পায় কল্যাণী সাইবার ক্রাইম পুলিশ। তদন্তে পুলিশ জানতে পারে তিনি ডিজিটাল অ্যারেস্টের শিকার। ওই কৃষি বিজ্ঞানীকে ১১ দিন ধরে ডিজিটাল অ্যারেস্ট (digital arrest) করে রাখে। ধাপে ধাপে ১ কোটি টাকার প্রতারণা করে অপরাধীরা। তদন্তে ৬ নভেম্বর মোট ১৩ জনকে গ্রেফতার করে কল্যাণীর সাইবার ক্রাইম থানা। ধৃতেরা রাজস্থান, মহারাষ্ট্র, হরিয়ানা, গুজরাতের বাসিন্দা। একজন মহিলাও রয়েছে। লাগাতার একমাস বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। উদ্ধার করা হয় প্রচুর মোবাইল ফোন, ব্যাঙ্কের পাসবই, চেকবই, প্যানকার্ড-সহ একাধিক নথি। প্রতারকরা কয়েকশো কোটি টাকার জালিয়াতি করেছে।

আরও পড়ুন-দুর্গাপুরে মোদির সভার আগেই বিজেপি থেকে দু’শো কর্মী তৃণমূলে

Latest article