বিজেপিকে তীব্র কটাক্ষ, তৃণমূলের সাংবাদিক সম্মেলনে সিঙাড়া-জিলিপি

Must read

প্রতিবেদন : প্রধানমন্ত্রীর মিথ্যাচারের জবাব দিতে আজ তৃণমূল ভবনে সিঙাড়া-জিলিপি (Samosa jalebi) ও ফিশফ্রাই-সহ সাংবাদিক বৈঠক করেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও দলের রাজ্য সাধারণ সম্পাদক এবং মুখপাত্র কুণাল ঘোষ। কারণ এই সিঙাড়া-জিলিপির (Samosa jalebi) ওপরেও ফতোয়া জারি করেছে মোদি সরকার। তারই প্রেক্ষিতে তাঁর মিথ্যাচারের জবাব দিতে বসা সিঙাড়া-জিলিপি সহযোগে। কুণাল বলেন, কে কী খাবেন পরবেন সেটা মানুষ ঠিক করবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় কোনও খাবারের গুণগত মান ঠিক থাকলে সেখানে সরকার কোনও নিষেধাজ্ঞা জারি করার পক্ষে নয়। এটা হয় না। কেউ আমিষ খান, কেউ নিরামিষ খান। পুজোর দিন আমরা নিরামিষ খাই। যার যেটা পছন্দ তিনি তাই খাবেন। অনেক জায়গায় তো মাছ-মাংস খেতে দিচ্ছে না। তা কেন হবে?

আরও পড়ুন-ভিনরাজ্যে বাঙালিদের উপর অত্যাচার জবাবই দিতে পারলেন না প্রধানমন্ত্রী, তথ্য-প্রমাণ তুলে ধুয়ে দিল তৃণমূল

Latest article