প্রতিবেদন : শনিবার ইন্ডিয়া জোটের ভার্চুয়াল বৈঠকে উপস্থিত থাকবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee- INDIA)। ভোটার তালিকায় নিবিড় সমীক্ষা বা স্পেশ্যাল ইনটেনসিভ রিভিশনের নামে প্রচুর ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়ার প্রতিবাদে প্রথম সরব হয়েছিলেন তৃণমূল সুপ্রিমো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার এই ইস্যুটিই প্রাধান্য পাবে ইন্ডিয়া (Abhishek Banerjee- INDIA) জোটের বৈঠকে।