‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-ইন্ডিয়ার ভার্চুয়াল বৈঠকে অভিষেক
জয়-পরাজয়
জয়-পরাজয় নিয়েই বাস্তব
হার অথবা জিত এটাই সত্য
বিজয়ীর মালা বিজয়কেতন
পরাজয়ের গ্লানি সমস্যার পথ্য।
কখনো জেতা কখনো হারা
এটাই নিয়ে পথ চলা
শুধু জিতবো, কখনো হারবো না
এ কথা মিথ্যা বলা।
জয়-পরাজয় আবদ্ধ বলেই
প্রতিযোগিতা জন্ম নেয়।
দুটোর মধ্যে একটা বাদ গেলে
যোগ্যতার নেই ঠাঁই।
যোগ্যতার বলে সব সম্ভব
অযোগ্যরা বলে কঠিন
যোগ্যতার বিচারে চেষ্টা করলে
অসম্ভব হয় সম্ভব রুটিন।