প্রতিবেদন : টানা পাঁচ ম্যাচ জিতে গ্রুপ শীর্ষে থাকা ইউনাইটেড কলকাতা এসসি-র দৌড় থামিয়ে দেওয়াই শুধু নয়, সুযোগ নষ্ট করে জয় হাতছাড়া করল ডায়মন্ড হারবার এফসি। শুক্রবার বিধাননগর পুরসভা কমপ্লেক্সের মাঠে দু’দলের মধ্যে ম্যাচ গোলশূন্য ড্র হয়। পাঁচ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘বি’-তে তৃতীয় স্থানে ডায়মন্ড হারবার। এক ম্যাচ বেশি খেলে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইল ইউনাইটেড কলকাতা। তবে গত মরশুমের কলকাতা লিগ ধরলে এদিনের ম্যাচ ধরে টানা ২০ ম্যাচে অপরাজিত ডায়মন্ড হারবার।
ডুরান্ড কাপকে মাথায় রেখে এদিনের কঠিন ম্যাচেও জবি জাস্টিন, নরহরি শ্রেষ্ঠাদের মতো সিনিয়র দলের খেলোয়াড়দের খেলাননি ডায়মন্ড হারবার কোচ। তারুণ্যে ভরসা রেখেই নেমেছিল দল। কিন্তু বিশাল দাস, নয়ন টুডু, কিমা, পবন, সুপ্রতীপ হাজরা, আকাশ হেমব্রমরা বুঝিয়ে দিয়েছেন, কলকাতা লিগের মঞ্চ কাজে লাগিয়ে তাঁরা আই লিগের দলে জায়গা করে নিতে কতটা মরিয়া।
আরও পড়ুন-এবার বাদ রাজিয়া সুলতানা, নুরজাহান ও টিপু সুলতান!
টানা পাঁচ ম্যাচ জিতে নেমেছিল ইউনাইটেড কলকাতা। অন্যদিকে, জয়ের হ্যাটট্রিক করে খেলতে নেমেছিল ডায়মন্ড হারবার। গোটা ম্যাচেই আধিপত্য নিয়ে খেলেছে ডায়মন্ড। একাধিক গোলের সহজ সুযোগ পেয়েছিল তারা। কিন্তু গোল আসেনি। বিশাল, আকাশরা গোল করতে পারলে পুরো তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারত ডায়মন্ড হারবার। পাল্টা প্রতিআক্রমণে সুযোগ পেয়েছিল ইউনাইটেড কলকাতাও। কিন্তু ডায়মন্ড হারবারের তিন কাঠির নিচে এদিন দুর্ভেদ্য ছিলেন সুস্নাত মালিক। বেশ কয়েকটি দুর্দান্ত সেভ করেন তিনি। অনবদ্য একটি সেভে কিংবদন্তি গর্ডন ব্যাঙ্কসকে মনে করিয়ে দিয়েছেন সুস্নাত। জয় হাতছাড়া হলেও দলের পারফরম্যান্সে খুশি ডায়মন্ড হারবারের কোচ এবং কর্তারা। ক্লাবের সচিব তথা প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য বললেন, ডায়মন্ড হারবার টিম গেম খেলেছে। তরুণরা দুর্দান্ত খেলেছে। শুধু গোলটাই হয়নি। গোলে সুস্নাত ছিল অসাধারণ। একটি সেভ তো চোখে ভাসছে।