অসমে বাঙালি বিদ্বেষ মাত্রা ছাড়িয়েছে, প্রতিরোধের বার্তা মুখ্যমন্ত্রীর

Must read

বাঙালিদের চিহ্নিত করে হেনস্থা, ডিটেনশন ক্যাম্পের ঢোকানোর ঘটনায় অসমের সঙ্গে আর কোনও বিজেপি রাজ্যই পাল্লা দিতে পারেনি। নিজেদের অস্তিত্ব রক্ষায় বাঙালিদের সেখানে প্রাণও দিতে হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা নিজে বাঙালিদের চিহ্নিত করে বিদেশি তকমা লাগানোর বার্তা দিয়েছেন। কাজেও তেমনটাই করেছেন। মাত্রা ছাড়ানো বাঙালি বিদ্বেষ নিয়ে এবারা অসমকে তোপ বাংলার মুখ্যমন্ত্রীর। অসমের বিদ্বেষের বিরুদ্ধে রুখে দাঁড়ানো প্রতিটি বাঙালির পাশে দাঁড়ানোর বার্তা মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Assam- Mamata banerjee)।

অসমের বিদ্বেষকে মাত্রা ছাড়ানো বলে তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্য়ায় (Assam- Mamata banerjee) জানান, দেশের দ্বিতীয় সর্বাধিক কথিত ভাষা বাংলা, অসমেও দ্বিতীয় সর্বাধিক কথিত ভাষা। যে মানুষজন অন্য ভাষা ও ধর্মের মানুষের সঙ্গে সহাবস্থান করে নিজেদের মাতৃভাষাকে সম্মানের সঙ্গে তুলে ধরার জন্য নিপীড়ন সহ্য করছেন, তাঁদের হুমকি দেওয়া বৈষম্যমূলক আচরণ ও সংবিধান বিরোধী।

আরও পড়ুন- পহেলগাঁও কাণ্ডের হোতা টিআরএফকে জঙ্গি তালিকাভুক্ত করল আমেরিকা

সেই সহনশীল মানুষদের প্রতি সম্মান জানিয়ে তাঁদের প্রতিরোধের ডাক দেন বাংলার মুখ্যমন্ত্রী। তাঁর আহ্বান, অসমে বিজেপির বিভেদের রাজনীতি সব মাত্রা ছাড়িয়ে গিয়েছে এবং অসমের মানুষ প্রতিরোধ গড়ে তুলবেই। আমি প্রতিটি নির্ভীক মানুষের পাশে দাঁড়াই যাঁরা নিজেদের ভাষার সম্মান, নিজেদের পরিচয় এবং প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য লড়াই চালাচ্ছেন।

Latest article