২১ জুলাইয়ের আগে নিরাপত্তা খতিয়ে দেখতে কলকাতার রাস্তায় সিপি

Must read

২১ জুলাই তৃণমূল কংগ্রেসের শহিদ স্মরণ। তার আগে শনিবার কলকাতার নিরাপত্তা খতিয়ে দেখতে শহর ঘুরে দেখছেন সিপি মনোজ ভর্মা (cp manoj verma)। সকাল ১১ টা নাগাদ বাসভবন থেকে বেরিয়ে পার্ক সার্কাস থেকে মা ফ্লাইওভার ধরে সায়েন্সিটি। সেখান থেকে বাইপাস ধরে পাটুলিতে ছোট বৈঠক। তারপর ঢালাই ব্রিজ থেকে ইউটার্ন, অভিষিক্তা মোড় হয়ে বেহালা জোকা পর্যন্ত পরিদর্শন।

শনিবার সাংবাদিকদের একুশে জুলাই প্রসঙ্গে সিপি (cp manoj verma) জানান, “আপনারা সবাই জানেন একুশে জুলাই একটা বড় পলিটিক্যাল প্রোগ্রাম আছে। তার অ্যারেঞ্জমেন্ট কেমন রয়েছে, সেটাই দেখছি। আমাদের সীমান্ত এলাকা যেগুলো রয়েছে বারুইপুরের আধিকারিকদের সঙ্গে কথা বলেছি ওদের কী ভিউ পয়েন্ট আছে ম্যান ম্যানেজমেন্ট সহ। আজকে সাউথের দিকে এসেছি বারুইপুর এসপি এসেছেন ভিসি ট্রাফিক সি পি থ্রি সকলেই আছেন। স্থানীয় রাজনৈতিক লোকজনও এসেছেন।”

আরও পড়ুন- অসমে বাঙালি বিদ্বেষ মাত্রা ছাড়িয়েছে, প্রতিরোধের বার্তা মুখ্যমন্ত্রীর

আদালতের নির্দেশ নিয়ে সিপি জানিয়েছেন, “আদালত নির্দেশ দিয়েছেন, সেগুলো কী কী পয়েন্ট আছে, সেগুলো নিয়ে বিস্তারিতভাবে দেখা হচ্ছে। সেগুলি কীভাবে পালন করা হবে দেখা হচ্ছে। আদালতের নির্দেশ যাতে কমপ্লাই হয় তা দেখা হচ্ছে। আমরা আশা রাখছি সবকিছু ঠিকঠাক ভাবেই সম্পন্ন হবে এবং আদালতের যে নির্দেশ রয়েছে সেটাও পালন করা হবে।”

কী কী ব্যবস্থা নেওয়া হবে তা নিয়ে মনোজ ভার্মা জানিয়েছেন,”আমরা ম্যানপাওয়ার থেকে শুরু করে নজরদারি রাখবো। আরও অনেক পদক্ষেপ সেগুলি এখানে আমরা বলছি না, সেগুলো আমরা স্টেপস নেব। এ সত্ত্বেও যদি কারো কোনো অসুবিধা হয় আমরা হেল্পলাইন নম্বর দিচ্ছি, তাতেও পুলিশের সঙ্গে যোগাযোগ করা যাবে। তিনটে নম্বর আছে, একটা টোল ফ্রি নম্বর আছে ১০৭৩, এছাড়াও দুটো মোবাইল নম্বর ৯৮৩০৮ ১১ ১১১ এবং ৯৮৩০০ ১০০০০ এটা আমি ডিসি ট্রাফিককে বলেছি ওয়াইড পাবলিক সার্কুলেশনের জন্য। যাতে সকলে এই নম্বর জানতে পারে। কেউ কোন অসুবিধা হলে এই নম্বরে পুলিশের সঙ্গে যোগাযোগ করা যাবে। সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Latest article