এবার যোগীরাজ্য! শিক্ষকদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলে আত্মঘাতী ছাত্রী

Must read

ওড়িশার পর এবার উত্তরপ্রদেশ, বিজেপি রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠানে ফের আত্মহত্যার ঘটনা। গ্রেটার নয়ডা এলাকার সারদা বিশ্ববিদ্যালয়ের (Sharda University) হস্টেল থেকে উদ্ধার দ্বিতীয় বর্ষের ডেন্টাল সার্জারির পড়ুয়া জ্যোতি শর্মার দেহ। মানসিক নির্যাতনের কারণেই আত্মহত্যা বলে খবর ছড়িয়ে পড়তেই ক্যাম্পাসের রীতিমতো বিক্ষোভ দেখাতে শুরু করেন অন্যান্য পড়ুয়ারা। হস্টেলের রুম থেকে উদ্ধার হওয়া সুইসাইড নোটে দুজনের নামের উল্লেখ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। গৌতম বুদ্ধ নগরের পার্ক পুলিশ স্টেশনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ এনেছে আত্মঘাতী পড়ুয়ার পরিবার। শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত দুই কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন-রাম আসলে বামেরই রেপ্লিকা! এতদিনে বুঝলেন রাহুল

ওড়িশায় যৌন নির্যাতনের শিকার হওয়া ছাত্রীর গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার ঘটনার কয়েকদিন যেতে না যেতেই ডাবল ইঞ্জিন রাজ্যে সেই একই ছবি। মহিলা ছাত্রীকে এতটাই মানসিকভাবে হেনস্থা ও নির্যাতন করা হয়েছে যাতে তিনি চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন মৃতার বন্ধুরা। সুইসাইড নোটে জ্যোতি স্পষ্ট লিখেছেন ‘আমাকে মানসিকভাবে নির্যাতন করা হয়েছে, হেয় করা হয়েছে। ওদের জন্য আমাকে অনেকটা সময় চরম দুর্ভোগের মধ্যে দিয়ে যেতে হয়েছে। আমি চাই ওরাও সেই একই জিনিস ভোগ করুক। আমি ক্ষমা চাইছি, কিন্তু আমি এভাবে বেঁচে থাকতে পারছি না। পারব না আমি।’ এই ঘটনা ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে গোটা বিশ্ববিদ্যালয়ে। উত্তেজিত পড়ুয়ারা ম্যানেজমেন্টের ওপর বিক্ষোভ দেখাতে শুরু করেছে। বিশ্ববিদ্যালয় (Sharda University) কর্তৃপক্ষের তরফে এখনও পর্যন্ত কোনও বিবৃতি পাওয়া যায়নি। তবে অভিযুক্তদের আপাতত বরখাস্ত করা হয়েছে বলে খবর। যেভাবে ডবল ইঞ্জিন রাজ্যে মহিলা পড়ুয়াদের শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কখনও শারীরিক কখনও মানসিক নির্যাতনের মধ্যে দিয়ে যেতে হচ্ছে তাতে বিজেপির ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ বুলি যে পুরোটাই আইওয়াশ, এবং নারী নিরাপত্তা ও সুরক্ষা দিতে পদ্ম সরকার কতটা ব্যর্থ সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।

Latest article