রাজস্থানে গরিবরথ এক্সপ্রেস আগুন! যাত্রী নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন

Must read

চলন্ত ট্রেনে অগ্নিকাণ্ড, চালকের তৎপরতায় প্রাণে বাঁচলেন যাত্রীরা। শনিবার ভোর রাতে মুম্বইয়ের বান্দ্রা থেকে দিল্লির সরাই রোহিলা রুটের গরিব রথ এক্সপ্রেসে (Garib Rath Express) হঠাৎ অগ্নিকাণ্ড! রাজস্থানের কাছে ট্রেনের ইঞ্জিনে আগুন লাগলেও গতি অত্যন্ত কম থাকায় লোকো পাইলট দ্রুত পদক্ষেপ করেন। আগুন কোনও কামরা পর্যন্ত পৌঁছাতে পারেনি। এরপর প্রশ্ন উঠছে এখানে কোথায় যাত্রী সুরক্ষা।

আরও পড়ুন- এবার যোগীরাজ্য! শিক্ষকদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলে আত্মঘাতী ছাত্রী

শপাঁচেক যাত্রী নিয়ে শুক্রবার রাত সাড়ে ১১ টা নাগাদ যাত্রা শুরু করে গরিব রথ এক্সপ্রেস (Garib Rath Express)। ভোরের দিকে ট্রেনটি যখন সদেরা স্টেশন নিয়ে যাচ্ছিল তখন হঠাৎ ইঞ্জিন থেকে আগুন বেরতে দেখেন লোকো পাইলট। ট্রেনের গতি কম থাকায় দ্রুত ব্রেক কষেন তিনি। এরপর যাত্রীদের কামরা থেকে বের করে ট্রেনটি খালি করা হয়। ঘটনাস্থলে পৌঁছে যান রেলের আধিকারিক ও ইঞ্জিনিয়ারা। এদিন সকাল আটটার মধ্যে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে বলে জানা গেছে। অগ্নিকাণ্ডের জেরে সামান্য ব্যাহত হয় ওই রুটের ট্রেন চলাচল। আপাতত পরিষেবা স্বাভাবিক রয়েছে। তবে ইঞ্জিনে কীভাবে আগুন লাগল তা স্পষ্ট নয়। আতঙ্কিত যাত্রীরা রেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন।

Latest article