দ্রুত আরোগ্য কামনা করছি, শাহরুখের চোট নিয়ে চিন্তায় মমতা বন্দ্যোপাধ্যায়

Must read

অ্যাকশন দৃশ্যে শ্যুটিং করতে গিয়ে মারাত্মক চোট পেয়েছেন ‘ভাই’ শাহরুখ খান (Shah rukh Khan)। দ্রুত আরোগ্য কামনা করে স্যোশাল মিডিয়ায় পোস্ট করলেন বাংলার মুখ্যমন্ত্রী ‘দিদি‘ মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবারই, খবর আসে ‘কিং’-এর ছবির অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে গুরুতর চোট পেয়েছেন শাহরুখ। চিকিৎসার জন্য আপাতত লন্ডনে উড়ে যেতে হয়েছে তাঁকে।

আরও পড়ুন-বাংলায় লোকদেখানো ভক্তি, অসমের কালী মন্দির ভাঙার নির্দেশ বিজেপির! নিন্দা তৃণমূলের

পাঠান, জওয়ানের সাফল্যের পর শাহরুখ ফ্যানেরা মুখিয়ে আছে প্রিয় তারকার পরবর্তী ছবি ‘কিং’-এর (King) জন্য। এই ছবির সঙ্গে জড়িয়ে আছে তাঁর মেয়ে সুহানার ক্যারিয়ারও। ঘোষণার পর থেকেই সিনেমা নিয়ে উন্মাদনার পারদ তুঙ্গে। বহু প্রতীক্ষিত এই মেগাবাজেট সিনেমাতেই দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখোপাধ্যায়, আরশাদ ওয়ারসি, অনিল কাপুরের মতো তাবড় তারকাদের দেখা যাবে বলে খবর। কিন্তু এই ছবিতে অ্যাকশন করতে গিয়ে বেকায়দায় SRK। শরীরের ঠিক কোন অংশে চোট পেয়েছেন বাদশা, সেটা নির্মাতারা খুলে বলতে চাইছেন না। তবে পেশীতে আঘাত লেগেছে বলে জানা যাচ্ছে। এর আগেও বারবার পিঠের সমস্যা শাহরুখকে ভুগিয়েছে। তাই আর কোনও ঝুঁকি নিতে চান না চিকিৎসকরা। আগামী দুমাস ‘মন্নত’ মালিককে তাই শ্যুটিং না করার পরামর্শ দেওয়া হয়েছে। চিকিৎসার জন্য আপাতত লন্ডনে যেতে হয়েছে তাঁকে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে বরাবারই সুসম্পর্ক শাহরুখের। তাঁকে বাংলার ব্র্যান্ড অ্যাম্বেসেডরও করেছিলেন তিনি। বাদশার আঘাতের খবর পেয়েই আরোগ্য কামনা করে পোস্ট করেন তিনি। নিজের এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন,
”ভাই শাহরুখের স্বাস্থ্যের জন্য আমি চিন্তিত। পেশিতে আঘাত পেয়ে গুরুতরভাবে জখম হয়েছেন শাহরুখ। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি।”

Latest article