নন্দীগ্রামে তৃণমূলে যোগ ১০ বিজেপি নেতা-কর্মীর

Must read

সংবাদদাতা, নন্দীগ্রাম : নন্দীগ্রামের (TMC Nandigram) মাটিতে ঘটল বিজেপির বিপর্যয়। শনিবার নন্দীগ্রাম ২ ব্লকের বিরুলিয়া এলাকায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন ১০ জন নেতা-কর্মী। যা বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের (TMC Nandigram) কাছে বাড়তি অক্সিজেন। শনিবার সকালে নন্দীগ্রাম ২ ব্লকের বিরুলিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় একুশে জুলাইয়ের প্রস্তুতিসভার আয়োজন হয়। ছিলেন তমলুক সংগঠনিক জেলা যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ দে, প্রাক্তন যুব সভাপতি শেখ আজগর আলি, নন্দীগ্রাম ২ ব্লক তৃণমূল সভাপতি সুনীল জানা-সহ অন্যরা। তাঁদের হাত ধরেই তৃণমূলের ঝান্ডা হাতে তুলে নেন এই ১০ জন। যাঁদের মধ্যে রয়েছেন বিজেপির ওই এলাকার নেতা মানিক বারিক, জগন্নাথ মাইতি ও সুকৃতি মাইতি প্রমুখ।

আরও পড়ুন- মহিষাদলের সমবায়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় তৃণমূলের

Latest article