প্রতিবেদন : প্রথমবার ডুরান্ড কাপ খেলতে চলেছে ডায়মন্ড হারবার এফসি (DHFC)। এশিয়ার অন্যতম প্রাচীন এই টুর্নামেন্টে শুরুতেই ছাপ ফেলতে চায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব। প্রথম বছরেই আই লিগ জিতে আইএসএলে খেলার যোগ্যতা অর্জনে মরিয়া ডায়মন্ড হারবার সেরা প্রস্তুতির লক্ষ্যে ডুরান্ড কাপকেই পাখির চোখ করেছে। তাই অন্যতম সেরা ভারতীয় ফুটবলারদের সঙ্গে উঁচু মানের বিদেশিদেরও সই করাচ্ছে তারা। ইস্টবেঙ্গলের হয়ে আইএসএলে খেলে যাওয়া নাইজেরীয় স্ট্রাইকার ব্রাইট এনোবাখারেকে দলে নেওয়ার পর দলবদলের বাজারে আরও এক চমক দিল ডায়মন্ড হারবার। আরও এক আইএসএলের তারকাকে সই করিয়ে নিল অভিষেকের ক্লাব। পাঞ্জাব এফসি-র স্লোভেনিয়ান স্ট্রাইকার অভিজ্ঞ লুকা মাজসেনের সঙ্গে চুক্তি করল ডায়মন্ড হারবার। ডুরান্ডে প্রথম ম্যাচে নামার আগেই লুকাকে শহরে আনতে উদ্যোগী ম্যানেজমেন্ট। ব্রাইট, ক্লেটনের পাশে লুকা আসায় ডায়মন্ড হারবারের আক্রমণভাগ আরও শক্তিশালী হল।
হেড কোচ কিবু ভিকুনারের পছন্দ মতোই বিদেশি ফুটবলার রিক্রুট করছে ডায়মন্ড হারবার। ব্রাইটের পর গত মরশুমে মালয়েশিয়ার পেরাক এফসি-তে দাপিয়ে খেলা ব্রাজিলীয় ফরোয়ার্ড ক্লেটন সিলভেইরাকে সই করিয়েছিল কিবুর দল। এরপর স্প্যানিশ ডিফেন্ডার মিকেল কোর্তাজারের সঙ্গে চুক্তি করে ক্লাব। শনিবার ভোরে কলকাতায় এলেন কোর্তাজার। ফ্রি এজেন্ট হিসেবে তাঁকে দলে নেয় ডায়মন্ড হারবার। সোমবার থেকে দলের সঙ্গে বিধাননগর পুরসভা কমপ্লেক্সের মাঠে অনুশীলনে নামবেন কোর্তাজার। ইতিমধ্যেই জবি জাস্টিন, নরহরি শ্রেষ্ঠাদের সঙ্গে কলকাতায় এসে ডায়মন্ডের প্রস্তুতিতে যোগ দিয়েছেন ক্লেটন। ব্রাইট ও লুকার যোগ দেওয়াটা এখন সময়ের অপেক্ষা।
ডুরান্ডে মোহনবাগান, মহামেডানের গ্রুপে রয়েছে ডায়মন্ড হারবার। দলের সহকারী কোচ দেবরাজ চট্টোপাধ্যায় বললেন, আই লিগের আগে ডুরান্ড খেলতে পারাটা ডায়মন্ড হারবারের জন্য বড় প্রাপ্তি। আইএসএল ও আই লিগের দলগুলোর বিরুদ্ধে খেলে নিজেদের ভালভাবে তৈরি করার সুযোগটা আমরা হাতছাড়া করতে চাই না। প্রথম দিন থেকে আমাদের একটা মিশন ছিল। সেই লক্ষ্যেই পরিকল্পনা কাজে লাগাতে চাই আমরা।