সংবাদদাতা, হাওড়া : দুর্গাপুজোর পরেই দুটি বাঘ আসছে গড়চুমুক পর্যটন কেন্দ্রের মিনি জু-তে। শনিবার বন বিভাগ ও হাওড়া জেলা পরিষদের উদ্যোগে শ্যামপুরের গড়চুমুক পর্যটন কেন্দ্রে বনমহোৎসব পালন করা হয়। এই উপলক্ষে শ্যামপুর-১ নম্বর পঞ্চায়েত সমিতির বেলাড়ি গ্রাম পঞ্চায়েতের মিদ্দে পাড়া থেকে থেকে গড়চুমুক পর্যটন কেন্দ্র পর্যন্ত একটি পদযাত্রা হয়। পর্যটন কেন্দ্রে চারা গাছ রোপণ করেন পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দফতরের মন্ত্রী পুলক রায়।
আরও পড়ুন-পরিদর্শনের ২৪ ঘণ্টার মধ্যেই প্রশাসনের নির্দেশে বাঁধ সংস্কারে নামল সেচ দফতর
পুলক রায় বলেন, দুর্গাপুজোর আগে গড়চুমুক চিড়িয়াখানায় লেপার্ড, হায়না, ইয়েলো অ্যানাকোন্ডা ইত্যাদি চলে আসছে। পুজোর পরেই দুটি রয়্যাল বেঙ্গল টাইগার আনার ব্যবস্থা করা হয়েছে। তার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করা হবে। সেই কাজ শেষ হলেই বাঘ আনা হবে। ১৪ বছর আগে এখানে শুধু হরিণ থাকত। পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এখানে মিনি জু তৈরি করা হয়। আলিপুর, দার্জিলিংয়ের পর এটি রাজ্যের তৃতীয় বৃহত্তম চিড়িয়াখানা। বর্তমানে এখানে শতাধিক হরিণ আছে। এছাড়াও নতুন করে আনা হয়েছে কাঁকড় হরিণ। হরিণ ছাড়াও এই চিড়িয়াখানায় রয়েছে কুমির, রক পাইথন, পাইথন, সজারু, স্থল ও জলের কাছিম, বাঘরোল, ময়ূর, বদ্রি, জাভা, লাভবার্ড, কাকাতুয়া, ম্যাকাও, এমু, সারস, সিলভার ফ্রেজান্ট, ইগুয়ানা সহ অসংখ্য পশু-পাখি। পশু-পাখিদের থাকার জন্য এখানে ২৪টি এনক্লোজার করা হয়েছে। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক বিদেশ বসু, হাওড়া জেলা পরিষদের সভাধিপতি কাবেরি দাস, সহ-সভাধিপতি অজয় ভট্টাচার্য, জেলাশাসক পি দীপাপপ্রিয়া সহ আরও অনেকে।