দুই বিষয় দুই বই

বিভিন্ন সাহিত্যিকের জীবন ও কর্মসাধনার পরিচয় কালানুক্রমিকভাবে তুলে ধরা হয়েছে একটি বইয়ে। অন্যটি ছোটগল্পের। দুটি বইয়ের উপর আলোকপাত করলেন অংশুমান চক্রবর্তী

Must read

বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন বহু বরণীয় সাহিত্যিক। কয়েকজন চিহ্নিত বড়দের লেখক হিসেবে। আবার কয়েকজন চিহ্নিত মূলত শিশুসাহিত্যিক হিসেবে। কেউ কেউ রচনা করেছেন দুই ধরনের সাহিত্যই। বিভিন্ন রচনা বা বই সম্পর্কে জানা গেলেও, বহুক্ষেত্রেই অজানা থেকে যায় লেখকের ব্যক্তি-জীবন। অথচ জানার আগ্রহ হয় তিনি কীভাবে বেড়ে উঠেছেন, কোন পরিবেশ-পরিস্থিতিতে পুষ্ট হয়েছে তাঁর মন। জানা গেলে স্রষ্টার সৃষ্টির কাছে পৌঁছানো সহজ হয়ে যায়। কিন্তু সেই সুযোগ সব সময় পাওয়া যায় না। কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে কিছু লেখা চোখে পড়ে। তবে সেইসব লেখা মেটায় না মনের খিদে। দেখা যায় বিস্তর ভুলভ্রান্তি, তথ্যের অভাব। সেই অভাব কিছুটা হলেও পূরণ করেছে পার্থজিৎ গঙ্গোপাধ্যায়ের লেখা ‘কতক লেখক শতক লেখক ২’। এর আগে প্রকাশিত হয়েছে প্রথম খণ্ড। বলা যায়, দুই খণ্ডের এই বই বাংলা সাহিত্যের এক মূল্যবান দলিল। লেখক একই সঙ্গে গবেষক। তাই অনুসন্ধানের কাজটি করেছেন সুনিপুণভাবে। প্রকাশক পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের অন্তর্গত শিশু কিশোর আকাদেমি। এই আকাদেমির প্রকাশনার অন্যতম বৈশিষ্ট্য ঐতিহ্যকে ধরে রাখা। সেই ধারা বজায় রয়েছে আলোচ্য বইয়ে। ভূমিকায় জানানো হয়েছে, ‘‘দুই খণ্ড মিলিয়ে দীর্ঘ পরিসরে শিশুসাহিত্যের পরম্পরার যে সংক্ষিপ্ত ইতিবৃত্ত বর্ণিত হল, তা নব্য দিনের নব্য পাঠকের মনে হয়তো রেখাপাত করবে। মনে হবে, মণিমুক্তার মতো উজ্জ্বল আমাদের শিশুসাহিত্যের যে সম্ভার, সেদিকে একটু নজর দিই।’’

আরও পড়ুন-পরিদর্শনের ২৪ ঘণ্টার মধ্যেই প্রশাসনের নির্দেশে বাঁধ সংস্কারে নামল সেচ দফতর

দ্বিতীয় খণ্ডে ছোট ছোট নিবন্ধে সুবিনয় রায়চৌধুরী, কেদারনাথ চট্টোপাধ্যায়, শান্তা দেবী, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ মুখোপাধ্যায়, খগেন্দ্রনাথ মিত্র, গোলাম মোস্তফা, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, নজরুল ইসলাম, বলাইচাঁদ মুখোপাধ্যায়, শরদিন্দু বন্দোপাধ্যায়, শৈলজানন্দ মুখোপাধ্যায়, অখিল নিয়োগী, শিবরাম চক্রবর্তী, সুনির্মল বসু, জসীমউদ্দিন, রাধারাণী দেবী, অন্নদাশঙ্কর রায়, আশাপূর্ণা দেবী, ক্ষিতীন্দ্রনারায়ণ ভট্টাচার্য, নারায়ণ গঙ্গোপাধ্যায়, সত্যজিৎ রায়, সুকান্ত ভট্টাচার্য, অজেয় রায় প্রমুখ ৮৯ জন কবি-সাহিত্যিকের জীবন ও কর্মসাধনার পরিচয় কালানুক্রমিকভাবে তুলে ধরা হয়েছে। এই কাজ খুব সহজ নয়। বলা যায়, অসাধ্যসাধন করেছেন লেখক। ভাষা প্রাঞ্জল। কোথাও কোনওরকম জটিলতা নেই। কিছু কিছু অংশ গল্পের মতো। ফলে সহজেই আকৃষ্ট করে পাঠকমনকে।
এখানে কবি-সাহিত্যিকদের ছবি, বইপত্রের ছবি, প্রথম মুদ্রণের চিত্রাঙ্কনের কিছু নমুনাও দেওয়া হয়েছে। সবমিলিয়ে লেখকের এই সনিষ্ঠ পরিশ্রমের সুফল শুধুমাত্র সাধারণ পাঠকদের নয়, অনুসন্ধিৎসু সাহিত্য-গবেষকদেরও মিলবে। প্রচ্ছদশিল্পী সুব্রত চৌধুরী। দাম ২৮০ টাকা।

আরও পড়ুন-বিজেপির অত্যাচারের জবাব দেবে বাংলা

মোট ১৮টি ছোটগল্প নিয়ে মিত্রম্ থেকে প্রকাশিত হয়েছে সঞ্জয় মুখোপাধ্যায়ের বই ‘গল্প-স্বল্প’। বিভিন্ন সময়ের রচনা। লেখক জানিয়েছেন, ‘‘কোনও গল্প লেখা আমার ছাত্রজীবনে। আবার কোনওটা আমার কর্মজীবনের প্রথম দিককার।’’ তুলে ধরা হয়েছে বিচিত্র বিষয়। ধরার চেষ্টা করা হয়েছে তৎকালীন ও সমকালীন অর্থসামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, দার্শনিক, মন ও মননের বিভিন্ন দিক। চোখে পড়ে অদ্ভুত বৈপরীত্য। ভূতের গল্প যেমন আছে, তেমনই আছে কল্পবিজ্ঞান। এছাড়াও বিভিন্ন সময়ের নানা ঘটনাকে অবলম্বন করে লেখা হয়েছে কিছু গল্প।
প্রথম গল্প ‘বন্ধুত্ব’। রয়েছে পুজোর আবহ। আঁকা হয়েছে তমাল এবং সন্দীপের সম্পর্কের ছবি। সামান্য অসঙ্গতি থাকলেও, পড়তে ভাল লাগে। শেষে রয়েছে বড় চমক। এক ফুটপাথবাসীর গল্প ‘নিয়তি’। অনেকটা কবিতার মতো। প্রকাশ করা হয়েছে কিছু কথা। কিছু রয়েছে উহ্য। ছোট্ট এই গল্পে জীবন যেমন আছে, তেমনই আছে মৃত্যু। নিয়তি একা চলেছে দুইয়ের হাত ধরে। সাক্ষী গভীর রাতের আকাশ।
‘নেশা’, ‘আবর্ত’, ‘মহাপ্লাবন’, ‘মেরু’, ‘রিক্সাওয়ালা’, ‘ব্রজধাম’, ‘বিসর্জন’, ‘শূন্যতা’ প্রভৃতি গল্পগুলোয় লেগে রয়েছে অদ্ভুত সারল্য। মনকে নিয়ে যায় অন্য জগতে। কোনও কোনও গল্পে দেওয়া হয়েছে বিশেষ বার্তা। কিছু কিছু অংশে বাক্য গঠন তুলনায় দুর্বল লেগেছে। চোখে পড়েছে মুদ্রণ প্রমাদ। একটু সতর্ক হলে গল্পগুলো আরও প্রাণবন্ত এবং টানটান হতে পারত। কাগজ এবং ছাপা নিয়ে যত কম বলা যায় ততই ভাল। প্রচ্ছদশিল্পী ঋণদীপ রায়। দাম ১০০ টাকা।

Latest article