মোদীরাজ্যে মহিলা পুলিশ আধিকারিককে খুন লিভ ইন সঙ্গী সিআরপিএফ জওয়ানের

শনিবার সকাল ১০টা পর্যন্ত অরুণার দেহ নিয়ে ঘরেই বসেছিলেন দিলীপ। অবশেষে উপায় না দেখে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন

Must read

গুজরাতের (Gujrat) বডোদরায় শুক্রবার রাতে এক মহিলা ইনস্পেক্টরকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল লিভ ইন সঙ্গী সিআরপিএফ জওয়ানের বিরুদ্ধে। এখানেই শেষ নয়, এরপর তিনি নিজেও হাতের শিরা কেটে, ফিনাইল খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তবে সেই চেষ্টা ব্যর্থ হলে তিনি থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। ওই থানাতেই কর্মরত ছিলেন সিআরপিএফ জওয়ানের লিভ ইন সঙ্গী। সেখানে অ্যাসিসট্যান্ট সাব-ইনস্পেক্টরের পদে কর্মরত ছিলেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন-নেত্রীর ইস্যু, এসআইআর নিয়ে সোচ্চার অভিষেক

সূত্রের খবর, অভিযুক্তের নাম দিলীপ যাদব এবং তিনি মণিপুরে আধাসেনায় কাজ করেন। কয়েকদিন আগে ছুটিতে বডোদরায় ফিরে দিলীপ এবং তাঁর লিভ ইন সঙ্গী অরুণা একটি ফ্ল্যাটে থাকা শুরু করেন। শুক্রবার তাঁর দু’জনে কেনাকাটা করতে যান কারণ দু’জনেই বেড়াতে যাবেন বলে কয়েক দিনের ছুটি নিয়েছিলেন। আহমেদাবাদে কেনাকাটা করে বাড়ি ফেরার পর কোনও একটি বিষয় নিয়ে দু’জনের মধ্যে মতানৈক্য সৃষ্টি হয়। হঠাৎ অরুণার গলা টিপে ধরেন দিলীপ। অরুণার মৃত্যু হয়েছে বুঝে আত্মহত্যার চেষ্টা করেন দিলীপও।

আরও পড়ুন-দিনের কবিতা

পুলিশের তরফে খবর, শনিবার সকালে এক ব্যক্তি থানায় ঢুকে কর্মরত পুলিশ আধিকারিককে জনান, তিনি তাঁর লিভ ইন সঙ্গীকে খুন করেছেন। আর তাঁর সঙ্গী এই থানাতেই কর্মরত ছিলেন। শুক্রবার রাতে দু’জনের মধ্যে বেশ অশান্তি হচ্ছিল বলে জানা গিয়েছিল। শনিবার সকাল ১০টা পর্যন্ত অরুণার দেহ নিয়ে ঘরেই বসেছিলেন দিলীপ। অবশেষে উপায় না দেখে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।

Latest article