২১ জুলাই ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) শহিদ দিবস নিয়ে কলকাতা পুলিশের প্রস্তুতি তুঙ্গে। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ওই দিন সকাল ৯টা থেকে ১১টার মধ্যে শহরে যাতে কোনও যানজট না হয় সেটা নিশ্চিত করতে হবে। আদালতের সেই নির্দেশ মেনেই রাস্তায় কড়া ট্র্যাফিক বিধিনিষেধ আনা হয়েছে লালবাজারের তরফে। পুলিশ কমিশনার মনোজ ভার্মা বিজ্ঞপ্তি জারি করে জানান, সোমবার (২১ জুলাই) ভোর ৪টে থেকে রাত ৯টা পর্যন্ত একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যাত্রীবাহী গাড়ির উপর নিয়ন্ত্রণ থাকবে। আমহার্স্ট স্ট্রিট (উত্তর থেকে দক্ষিণমুখী), ব্রাবোর্ন রোড (উত্তর থেকে দক্ষিণমুখী), কলেজ স্ট্রিট (দক্ষিণ থেকে উত্তরমুখী), বিধান সরণি (কেসি সেন স্ট্রিট থেকে বিবেকানন্দ রোড পর্যন্ত), বিবি গাঙ্গুলি স্ট্রিট (পূর্ব থেকে পশ্চিমমুখী), স্ট্র্যান্ড রোড (হেয়ার স্ট্রিট থেকে রাজা উডমন্ট স্ট্রিট পর্যন্ত), বেন্টিঙ্ক স্ট্রিট (দক্ষিণ থেকে উত্তরমুখী), নিউ সিআইটি রোড (পশ্চিম থেকে পূর্বমুখী), রবীন্দ্র সরণি (বিকে পাল অ্যাভিনিউ থেকে লালবাজার স্ট্রিট পর্যন্ত) রাস্তাগুলিতে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে।
আরও পড়ুন-দেশে তথ্যপ্রযুক্তিতে বিনিয়োগের ক্ষেত্রে এখন নেতৃত্ব দিচ্ছে বাংলা, গর্বিত মুখ্যমন্ত্রী
সোমবার ভোর ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত শহরে পণ্যবাহী গাড়ি প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এলপিজি, মাছ, মাংস ও অত্যাবশ্যকীয় পণ্যের গাড়ি যদিও এই নিয়ন্ত্রণের বাইরে থাকছে। এদিন ভিক্টোরিয়া মেমোরিয়ালের চারপাশে অর্থাৎ হেস্টিংস ক্রসিং, হসপিটাল রোড, লাভার্স লেন, ক্যাথিড্রাল রোড, ক্যাসুরিনা অ্যাভিনিউতে গাড়ি পার্কিং নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া ধর্মতলার দিকে যে রাস্তাগুলি দিয়ে মিছিল যাবে, সেখানে কোনও যানবাহন দাঁড়াতে পারবে না। প্রয়োজন হলে সব গাড়িকে বিকল্প রুটে ঘুরিয়ে দেওয়া হবে। পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে। কোনও রাস্তায় বেশি ভিড় বা যানজট দেখা গেলে পাশের ছোট রাস্তা দিয়ে গাড়ি ঘোরানো হবে।