জখম স্ত্রীকে হাসপাতালে ছুরি দিয়ে কুপিয়ে খুন

এভাবে তিনি পালিয়েই বা গেলেন কীভাবে সবকিছু নিয়েই প্রশ্নের মুখে হাসপাতাল কর্তৃপক্ষ যদিও তাঁদের থেকে কোন সদুত্তর পাওয়া যায় নি।

Must read

গার্হস্থ্য হিংসা যে কী ভয়ানক ফল দিতে পারে তারই চূড়ান্ত নিদর্শন দেখা গেল তামিলনাড়ুর (TamilNadu) করুর জেলায় সরকারি হাসপাতালে। বাড়িতে মারধর করেও রাগ প্রশমিত হয় নি অবশেষে হাসপাতালে গিয়ে প্রতিশোধ নিয়েই শেষ হল ঘটনা। বাড়িতে স্বামীর হাতে মার খেয়ে রীতিমত আহত স্ত্রী অবশেষে খুন হলেন হাসপাতালের শয্যায়। আজ, রবিবার সকালে রোগীকে দেখার নাম করে কুলিথলাই সরকারি হাসপাতালের একটি ঘরে ঢুকেছিলেন এক ব্যক্তি। কিন্তু হঠাৎ ছুরি বার করে রোগিণীকে একের পর এক কোপ দিতে শুরু করেন তিনি। এহেন ঘটনায় রীতিমত হতভম্ব হয়ে যান অন্যান্য রোগী থেকে হাসপাতালের বাকি কর্মীরা। রক্তাক্ত অবস্থায় কিছুক্ষণের মধ্যে হাসপাতালে মৃত্যু হয় মহিলার। তবে খুন করে নিমেষেই পালিয়ে যান তাঁর স্বামী।

আরও পড়ুন-হাইকোর্টের নির্দেশে তৎপর কলকাতা পুলিশ, রাস্তায় নিষেধাজ্ঞা

এরপরেই খবর দেওয়া হয় পুলিশে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে রোগিণীর স্বামী তাঁকে হাসপাতালে দেখতে এসে খুন করে পালিয়ে যান। অভিযুক্তের নাম বিশ্রুত ও মৃতার নাম শ্রুতি। শনিবার রাতে ঝগড়া করেছিলেন এই দম্পতি। সেই সময় স্ত্রীকে মারধরও করেন তিনি। পরিবারের অন্য সদস্যেরা রক্তাক্ত অবস্থায় ওই মহিলাকে হাসপাতালে ভর্তি করান। কিন্তু রাগ একটুও কমে নি স্বামীর। রবিবার সকালে স্ত্রীকে দেখতে যাওয়ার নাম করে হাসপাতালের ঢোকেন বিশ্রুত। শয্যাশায়ী স্ত্রীর কাছে গিয়েই জামার ভিতর থেকে ছুরি বার করে এলোপাথাড়ি কুপিয়ে হাসপাতাল থেকে পালিয়ে যান। এরপরেই শোরগোল শুরু হয় হাসপাতাল জুড়ে। ইতিমধ্যে খুনের অভিযোগে মামলা রুজু করেছে পুলিশ। দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে। তবে এই অবস্থায় হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। কেন সেই সময়ে সেখানে কোন নিরাপত্তারক্ষী ছিলেন না? আর এভাবে তিনি পালিয়েই বা গেলেন কীভাবে সবকিছু নিয়েই প্রশ্নের মুখে হাসপাতাল কর্তৃপক্ষ যদিও তাঁদের থেকে কোন সদুত্তর পাওয়া যায় নি।

Latest article