প্রতিবেদন : রাত পোহালেই একুশে জুলাই। ঐতিহাসিক শহিদ সমাবেশের শেষ মুহূর্তের প্রস্তুতিও সারা। এর মধ্যেই রবিবার তৃণমূল কংগ্রেসের সমাজমাধ্যমের কর্মী-সমর্থকদের নিয়ে সোশ্যাল মিডিয়া আইটি সেলের তরফে উত্তম মঞ্চে আয়োজিত হল বিশেষ চায়ের আড্ডা।
আরও পড়ুন-”প্রাণের টানে, শহীদ স্মরণে”, একুশে জুলাইয়ের প্রস্তুতিপর্ব খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী
উপস্থিত ছিলেন তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য, তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য-সহ অন্যরা। এদিনের সভায় ১৯৯৩ সালের একুশে জুলাইয়ের গণ-আন্দোলনের স্মৃতিচারণ করে বিরোধীদের ধুয়ে দেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। বিরোধীদের ক্রমাগত কুৎসা-অপপ্রচারের পাল্টা দলীয় কর্মী-সমর্থকদের সোশ্যাল মিডিয়ায় ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানালেন তিনি। কুণাল বলেন, আগামী কাল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীর জন্য বার্তা দেবেন। তারপর শুরু আসল লড়াই। বিরোধীরা কিন্তু আবার ৯ আগস্টে ন্যায়বিচারের অজুহাতে কুৎসা-অপপ্রচার আর নোংরা রাজনীতি শুরু করবে।