‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-শহিদ স্মরণে ২১ জুলাই, শপথ নিয়েই করব লড়াই
একুশ
একুশের আজ ২১শে পা,
মনে করিয়ে দেয় অনেক কথা।
২১ মানেই মনের কথা
২১ মানেই মাটির ভাষা।
২১ মানেই গণ-আন্দোলন
২১ মানেই শহিদ নিকেতন।
২১ মানেই ইতিহাস
অশ্রু সাগরের শ্রাবণ মাস।
২১ মানেই ফিরে দেখা
২১ মানেই জীবন দেখা।
২১ মানেই গণ-সমুদ্র
২১ মানেই বৃষ্টি রৌদ্র।
২১ মানেই গণ-চেতনা
২১ মানেই বিপ্লবের প্রেরণা।
২১ মানেই শহিদ তর্পণ
২১ মানেই গণ-দর্পণ।
২১ মানেই রক্তবৃষ্টি
২১ মানেই প্রলয়।
২১ মানেই দূরদৃষ্টি
২১ আন্দোলনের আলয়।
২১ মানেই নাও অঙ্গীকার
২১ কখনো মানে না হার।
একুশ আনে আলোড়ন
একুশ মাটির গভীর স্পন্দন?
একুশ আনে আন্দোলনের ভোর
একুশ আনে মনের জোর।
একুশ একুশে মিলে একাকার
ভুলব না-২১, এসো বারবার।