সংবাদদাতা, হাওড়া : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই-আন্দোলনের ইতিহাসকে এবার ছবিতে তুলে ধরা হল হাওড়ায়। হাওড়া স্টেশন চত্বরে প্রায় ১২০ ফুট এলাকা জুড়ে মুখ্যমন্ত্রীর বিভিন্ন মুহূর্তের ছবি প্রদর্শনীর উদ্বোধন করলেন হাওড়া সদর তৃণমূলের সভাপতি ও বিধায়ক গৌতম চৌধুরি। উপস্থিত ছিলেন হাওড়া সদর আইএনটিটিইউসির সভাপতি অরবিন্দ দাস-সহ দলীয় কর্মীরা।
আরও পড়ুন-শহিদদের স্মৃতিতর্পণ ও শপথের বাস্তবায়ন
প্রদর্শনীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই-আন্দোলনের বিভিন্ন ছবি থেকে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ, বিভিন্ন প্রকল্প উদ্বোধনের ছবিও তুলে ধরা হয়েছে। ১৯৯৩ সালের একুশে জুলাইয়ের কলকাতার রাজপথে কিভাবে নেত্রীর ওপর আক্রমণ নেমে এসেছিল সেই ছবিও রয়েছে এখানে। এছাড়াও সিঙ্গুর, নন্দীগ্রাম, নানুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন, অনশনের ছবিও স্থান পেয়েছে এখানে। গৌতম চৌধুরি বলেন, একুশের সমাবেশে হাওড়া স্টেশন দিয়ে লক্ষ লক্ষ মানুষ আসবেন। তাঁদের কাছে আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই-আন্দোলনের ইতিহাসকে তুলে ধরতেই আমাদের এই উদ্যোগ। এর ফলে আজকে যাঁরা যুব তৃণমূল কিংবা টিএমসিপি করছেন তাঁরা নেত্রীর লড়াই-আন্দোলনের সেইসব ঘটনার ছবি চাক্ষুষ করতে পারবেন। প্রদর্শনী চাক্ষুষ করতে শিবিরে কর্মীদের ভিড় উপচে পড়ে।