প্রমাণের অভাব! ২০০৬ সালে মুম্বইয়ে (Mumbai) ট্রেনে যে ভয়াবহ বিস্ফোরণ ঘটানো হয়েছিল, সেখানে প্রাণ গিয়েছিল ১৮৯ জনের। আহত হয়েছিলেন ৮০০-রও বেশি মানুষ। ওই বিস্ফোরণের সঙ্গে জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছিল ১২ জনকে। কিন্তু উপযুক্ত প্রমাণের অভাবে মুম্বই ট্রেন বিস্ফোরণের মামলায় বেকসুর খালাস সব অভিযুক্ত। তাঁদের মুক্তি দিল বম্বে হাই কোর্ট।
আরও পড়ুন-অমর শহিদের রক্ত-রাঙানো একুশে জুলাই, ভুলি নাই, মোরা ভুলি নাই…
২০১৫ সালে নিম্ন আদালত ওই ১২ জন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছিল। ৫ জনকে মৃত্যুদণ্ড ও বাকিদের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছিল। এরপরেই অভিযুক্তরা সেই রায়কে চ্যালেঞ্জ করে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়। সোমবার বিচারপতি অনিল কিলোর ও বিচারপতি শ্যাম চন্দক দোষীদের মুক্তির রায় দেন। পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে প্রমাণ পেশ করতে ব্যর্থ হয়েছে বলেই জানিয়ে দিল হাইকোর্ট। সোমবার ২১ জুলাই, ২০২৫ হাইকোর্টের রায় ঘোষণার পর, রাজ্যের বিভিন্ন কারাগার থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোষীরা তাদের আইনজীবীদের ধন্যবাদ জানিয়েছেন। ২০০৬ সালের ১১ জুলাই, মুম্বই লোকাল ট্রেনে সাতটি বিস্ফোরণ ঘটে, যাতে ১৮৯ জনেরও বেশি মানুষ নিহত এবং বহু মানুষ আহত হয়। ১১ জুলাই ১১ মিনিটের মধ্যে সাতটি বোমা বিস্ফোরণ ঘটানো হয়। ক্ষয়ক্ষতি আরও বাড়ানোর জন্য বোমা বিস্ফোরণ ঘটাতে প্রেসার কুকার ব্যবহার করা হয়েছিল। প্রথম বিস্ফোরণ ঘটে সন্ধ্যা ৬.২৪ মিনিটে এবং শেষটি ঘটে সন্ধ্যা ৬.৩৫ মিনিটে। বোমাগুলি চার্চগেট থেকে আসা ট্রেনের প্রথম শ্রেণীর বগিতে রাখা হয়েছিল। মাতুঙ্গা রোড, মাহিম জংশন, বান্দ্রা, খার রোড, যোগেশ্বরী, ভায়ান্দর এবং বোরিভালি স্টেশনের কাছে বিস্ফোরণ হয়।