ঢাকার স্কুলে বায়ুসেনার বিমান ভেঙে পড়ার ঘটনায় বাড়ছে মৃতের সংখ্যা, জখম ৭০

Must read

বাংলাদেশে (Bangladesh Air Force) ভয়াবহ বিমান দুর্ঘটনা। সোমবার দুপুরে রাজধানী ঢাকার দিয়াবাড়িতে শিক্ষাঙ্গনে ভেঙে পড়ল সেদেশের বায়ুসেনার একটি বিমান। তার ঠিক পাশেই চলছিল স্কুলের পড়ুয়াদের ক্লাস। দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। জখম ৭০। সোশ্যাল মিডিয়ায় ইতিমেধ্যে বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, দাউদাউ করে জ্বলছে আগুন। চারদিকে আতঙ্কের দৃশ্য।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়ায়। ভেঙে পড়া বিমানটি ছিল বিমান বাহিনীর এফ-৭ বি.জি.আই (F-7 BGI) মডেলের একটি প্রশিক্ষণ জেট। কলেজ চত্বর ও আশপাশের এলাকাজুড়ে তৈরি হয় হইচই। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস, পুলিশ এবং এয়ার ফোর্সের উদ্ধারকারী দল। আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন- জব্দ হবে, স্তব্ধ হবে: একুশে জুলাইয়ের মঞ্চ থেকে নয়া স্লোগান তৃণমূল সুপ্রিমোর

বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার (Bangladesh Air Force) কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। যান্ত্রিক ত্রুটি নাকি কোনও গাফিলতির জেরে এই দুর্ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
এই ঘটনার পর কলেজ কর্তৃপক্ষ ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। শহরের ঘনবসতিপূর্ণ এলাকায় বিমান প্রশিক্ষণ উড়ান নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সাধারণ মানুষ ও অভিভাবক মহল।

Latest article