ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে তৃণমূলের শহিদ তর্পণের মঞ্চ থেকে আরও একবার বাংলা ভাষা ও বাঙালিকে হেনস্থা ও অপমানের বিরুদ্ধে সুর চড়ালেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যেভাবে বিগত কয়েকদিন ধরেই বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের অপমান ও হেনস্থা করা হচ্ছে। বাংলা ভাষা বললেই বাংলাদেশি তকমা দিয়ে জেলে ভরে দিচ্ছে। কাউকে আবার বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে, তার বিরুদ্ধেই এবার লড়াই হবে বৃহত্তর আকারে। আর সেটা সীমাবন্ধ থাকবে না রাজ্যের মধ্যে। দিল্লি পর্যন্ত যাবে সেই আন্দোলন ও প্রতিবাদের রেশ। এদিন একুশের সভামঞ্চ থেকে এটাই স্পষ্ট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন- বাঙালি প্রধানমন্ত্রী চাই, স্লোগানে মুখরিত ধর্মতলা-চত্বর
এদিন কোচবিহারের বাসিন্দা উত্তমকুমার ব্রজবাসীকে কেন অসম সরকার NRC নোটিস দিয়েছে সে নিয়ে প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁকে নিয়ে মঞ্চে উঠে তিনি বলেন, “বাংলা বলায় জেলে ভরে দিচ্ছেন, আগামীদিনে মানুষ আপনাদের জেলে ভরে দেবে। অন্তত ১ হাজার মানুষকে ডিটেনশন ক্যাম্পে ভরেছে। NRC আমরা মানবো না, এই আইন বাতিল করাবোই। নির্বাচন আসলে ও ভাই রাজবংশী, ও ভাই মতুয়া ভোট দাও, আর ভোট চলে গেলে অত্যাচার।”