প্রতিবেদন : কী করছিল কেন্দ্র? সীমান্ত পার হয়ে সন্তান নিয়ে দেশ ছেড়ে পালালেন কীভাবে রুশ মহিলা? সীমান্তে নিরপত্তা নেই? স্বাভাবিকভাবেই উঠে গেল এতগুলো প্রশ্ন। সুপ্রিম কোর্টে (Supreme court) কেন্দ্রের আইনজীবীর বক্তব্যই উসকে দিল এই প্রশ্নগুলোকে।
আরও পড়ুন-দিনের কবিতা
রুশ মহিলা ভিক্টোরিয়া তাঁর সন্তানকে নিয়ে বিহার, নেপাল হয়ে রাশিয়ায় পালিয়ে গেছেন। সোমবার সুপ্রিম কোর্টে কেন্দ্রের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল একথা। স্পষ্টতই অসন্তুষ্ট আদালত পর্যবেক্ষণে জানাল, এটা আমাদের কাছে কোনভাবেই গ্রহণযোগ্য নয়। শীর্ষ আদালতের নির্দেশ, রেড কর্নার নোটিশ জারি করে কথা বলতে হবে রাশিয়ান দূতাবাসের সঙ্গে। করতে হবে কূটনৈতিক পদক্ষেপ। ৭ দিনের মধ্যে জমা দিতে স্ট্যাটাস রিপোর্ট। অতিরিক্ত সলিসিটার জেনারেল জানিয়েছেন, বিষয়টি এখনও তদন্তের পর্যায়ে।