প্রতিবেদন : এসএসসির ২০২৫ সালের নতুন নিয়োগবিধিকে চ্যালেঞ্জ করে দায়ের করা মামলায় সুপ্রিম কোর্টে বড় জয় রাজ্য সরকারের। বঞ্চিত চাকরিপ্রার্থীদের একাংশের দায়ের করা ওই মামলার কোনও গ্রহণযোগ্যতা নেই— সাফ জানিয়ে দিল বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশচন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ। শীর্ষ আদালতে বহাল থাকল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়। নিয়োগ প্রক্রিয়ায় হস্তক্ষেপ করবে না সুপ্রিম কোর্ট। মামলাকারীদের উদ্দেশে সোমবার বিচারপতি কুমারের প্রশ্ন, ‘আপনারা কারা? যোগ্য না অযোগ্য? অযোগ্যদের তো বার করে দেওয়া হয়েছে।’ এর পর তাঁর মন্তব্য, ‘আমরা কোথাও বলিনি যে আগের বিধি মেনেই নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আমাদের রায় দেখুন। আমরা বলেছি নতুন নিয়োগপ্রক্রিয়া শুরু করতে। কোনও বিধির কথা বলিনি। এসএসসি একটি দায়িত্বপ্রাপ্ত সংস্থা। এই অবস্থায় নিয়োগ নিয়ে তারা সিদ্ধান্ত নিতে পারে।’
আরও পড়ুন-চাই বাঙালি প্রধানমন্ত্রী, স্লোগান সভায়
উল্লেখ্য, গত সপ্তাহেই হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ এই সংক্রান্ত সকল মামলা খারিজ করে দেয়। এরপর সেই রায়কে চ্যালেঞ্জ করে বঞ্চিত চাকরিপ্রার্থীদের একাংশ সুপ্রিম কোর্টে যায়। সোমবার সেই মামলার শুনানির সময় সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দেয়, তারা মামলাটি গ্রহণ করছে না।
এদিন মামলার গ্রহণযোগ্যতা নেই শুনে আবেদনকারীদের পক্ষের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য মামলাটি প্রত্যাহারের অনুমতি চান কিন্তু, তাও খারিজ করে ডিভিশন বেঞ্চ কড়া ভাষায় জানায়, সর্বোচ্চ আদালত ভাগ্য পরীক্ষার জায়গা হতে পারে না। এতক্ষণ শুনানির পর আমরা প্রত্যাাহারের অনুমতি দিতে পারি না। কোথাও একটা গিয়ে এটা থামা দরকার।