চ্যাম্পিয়ন কলকাতা পুলিশ

সোমবার সকাল থেকে কলকাতার রাস্তায় যান চলাচল স্বাভাবিক ও সচল রাখার জন্য কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে ‘ফুল মার্কস’ পেল কলকাতা পুলিশ।

Must read

প্রতিবেদন : একুশের ঐতিহাসিক শহিদ সমাবেশের দিনও শহরের যান চলাচল নিয়ন্ত্রণে চাম্পিয়ন কলকাতা পুলিশ (Kolkata police)। সোমবার সকাল থেকে কলকাতার রাস্তায় যান চলাচল স্বাভাবিক ও সচল রাখার জন্য কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে ‘ফুল মার্কস’ পেল কলকাতা পুলিশ। একুশে জুলাইয়ের শহিদ সমাবেশ নিয়ে দায়ের করা জনস্বার্থ মামলায় হাইকোর্টের স্পষ্ট নির্দেশ ছিল, সমাবেশের জন্য যেন মহানগরীতে যানজট না হয়। সমাবেশ শুরুর আগে যান চলাচল সচল-স্বাভাবিক রাখার নির্দেশ দিয়েছিল আদালত। সেই নির্দেশমতোই

আরও পড়ুন-আধ ঘণ্টায় সাফ ধর্মতলার সভাস্থল

এদিন সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত কলকাতার রাস্তায় যান চলাচল স্বাভাবিক রাখার জন্য যাবতীয় সমস্তরকম ব্যবস্থা নিয়েছিল কলকাতা পুলিশ। ট্রাফিক ব্যবস্থা খতিয়ে দেখতে পুলিশ কমিশনার মনোজ ভার্মা নিজে সারা কলকাতা চষে বেড়িয়েছেন। আর পুলিশের সেই কাজের প্রশংসা করেন হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। জানান, পুলিশ ভাল কাজ করেছে। সুষ্ঠুভাবে যান চলাচল নিয়ন্ত্রণ হয়েছে। এক আইনজীবী আদালতে জানান, সাধারণত নিউ আলিপুর থেকে হাইকোর্ট পৌঁছতে ২০ থেকে ২৫ মিনিট সময় লাগে। এদিনও সেই সময়ই লেগেছে। বিচারপতিও জানান, রাস্তায় ট্রাফিকের কোনও সমস্যা নেই। যাতায়াতে স্বাভাবিক সময়ই লেগেছে।

Latest article