সংবাদদাতা, বর্ধমান : ধর্মতলায় তৃণমূলের শহিদ সমাবেশের রাতেই বর্ধমানের উল্লাস বাসস্ট্যান্ড এলাকায় দুষ্কৃতীদের লাগানো আগুনে পুড়ে গেল তৃণমূল শ্রমিক সংগঠনের অফিসঘর। স্ট্যান্ডের ঘোষক বলরাম ঘোষ জানান, রাত প্রায় দুটো নাগাদ ধর্মতলা থেকে একটি বাস স্ট্যান্ডে ঢোকার সময় সেই বাসের চালক ও কন্ডাক্টর আইএনটিটিইউসি অফিসে দাউদাউ করে আগুন জ্বলতে দেখে চিৎকার শুরু করেন।
আরও পড়ুন-ক্রীড়া বিলের আওতায় বোর্ডও
খবর দেওয়া হয় ইউনিয়ন অফিসের সম্পাদককে। তাঁরা সঙ্গে সঙ্গে সেখানে এসে দেখেন দাউদাউ করে জ্বলছে পার্টি অফিসের বারান্দা। নিরাপত্তারক্ষী ও বাসকর্মীরা ৫টি অগ্নিনির্বাপণ সিলিন্ডার এবং জল দিয়ে আগুন আয়ত্তে আনেন। ডিজেলের গন্ধ পাওয়ায় সকলের সন্দেহ, কেউ বা কারা ডিজেল দিয়ে আগুন লাগিয়ে পালায়। রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বাসস্ট্যান্ডের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার ব্যবস্থা করেছে। ঘটনায় যুক্তদের কঠিন সাজা চান বলরামবাবুরা। জানা যায়, অফিসের বারান্দায় থাকা মমতা বন্দোপাধ্যায়, অভিষেক বন্দোপাধ্যায় ও ঋতব্রত বন্দ্যোপাধ্যয়ের কাটআউটগুলি পুড়ে যায়। আগুনের তীব্রতায় আশপাশের গাছপালাও পুড়ে যায়। জিটি রোড থেকে আগুন দেখে অনেকেই ছুটে আসেন।