প্রতিবেদন : ‘জাগোবাংলা’ দৈনিক সংস্করণ চার বছর পূর্ণ করে পাঁচে পা দিল। মমতা বন্দ্যোপাধ্যায় সেই ২০০৩-০৪ সালে সাপ্তাহিক ‘জাগোবাংলা’ শুরু করেছিলেন। তৃণমূল কংগ্রেসের লড়াই, নীতি, আদর্শ, কর্মসূচি থাকত কাগজে। সঙ্গে নেত্রীর বার্তা, নির্দেশ। অনেক কষ্ট করে দীর্ঘদিন এই সাপ্তাহিক জাগোবাংলা চালিয়েছেন নেত্রী। নিজে লিখতেন, সব নজর রাখতেন। প্রচার সামলাতেন তাঁর সচিব অধুনা প্রয়াত মানিক মজুমদার। সারা বাংলার তৃণমূল কর্মীদের হাতিয়ার হয়ে ওঠে ‘জাগোবাংলা’।
আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর সেফ ড্রাইভ হোর্ডিং খুলে তোপের মুখে আরপিএফ
এরপর ২০২১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সাপ্তাহিক সংস্করণ রূপান্তরিত হয় দৈনিক প্রভাতী সংস্করণে। কলকাতায় মুদ্রিত, সারা বাংলা ও বিশ্বে ই-পেপার এবং পিডিএফ। বিভিন্ন হোয়াটঅ্যাপ গ্রুপের মাধ্যমে আজ ‘জাগোবাংলা’ ছড়িয়ে পড়ছে রোজ লক্ষ-কোটি পাঠকের কাছে। এখন তার সঙ্গে আছে রোজ ‘সান্ধ্য জাগোবাংলা’ও। একুশে জুলাইয়ের সমাবেশের কভারেজে ব্যস্ত থাকায় ২২ জুলাই দফতরে দৈনিকের জন্মদিন উদযাপন করেন ‘জাগোবাংলা’ কর্মীরা। নেত্রীর নির্দেশে আজও কাগজ কোনও বিজ্ঞাপন নেয় না। মা মাটি মানুষের স্বার্থে জননেত্রীর নেতৃত্বে লড়াইয়ে সক্রিয় ভূমিকা পালন করে চলেছে ‘জাগোবাংলা’।