সংবাদদাতা, তমলুক : ছোট ছোট ছেলেমেয়েরা জাদুর খেলা দেখতে ভালবাসে। সেই সঙ্গে জানতে চায় কী কৌশলে সেই ম্যাজিক দেখানো হয়, শিখতেও চায়। আগে ছোটদের বিভিন্ন পত্রপত্রিকায় বিখ্যাত জাদুকররা ম্যাজিকের নানা খেলা শেখাতেন। এই বাংলাতেই জাদুসম্রাট গণপতি চক্রবর্তী, রাজা বোস, রয় দ্য মিস্টিক যতীন্দ্রনাথ রায়, জাদুসম্রাট পি সি সরকার, জাদুপ্রভাকর ডি সি দত্ত, জাদুসূর্য দেবকুমারের মতো বিশ্বখ্যাত জাদুকর জন্ম নিয়েছেন।
আরও পড়ুন-দৈনিক ‘জাগো বাংলা’র পাঁচে পা
ছোটদের সেই ম্যাজিক নিয়ে আগ্রহকে আরও বাড়িতে দিতে, তাদের ভারতের ঐতিহ্যবাহী জাদুবিদ্যা সম্পর্কে অবহিত করতে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের নিমতৌড়িতে শিশুকিশোর আকাদেমি এবং তথ্য সংস্কৃতি বিভাগের আয়োজনে এবং জেলা তথ্য ও সংস্কৃতি দফতর ও পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের সহযোগিতায় শুরু হল তিনদিনের ম্যাজিক কর্মশালা, মঙ্গলবার। কর্মশালা চলবে ২৪ জুলাই পর্যন্ত। এদিনের এই কর্মশালার উদ্বোধনে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দুকুমার মাজি, অতিরিক্ত জেলাশাসক সৌভিক চট্টোপাধ্যায়, অনির্বাণ কোলে, শিশুকিশোর আকাদেমির সচিব মন্দাক্রান্তা মহানবিশ, জেলা পরিষদ সহ-সভাধিপতি সুহাষিণী কর, তাম্রলিপ্ত পুরসভার প্রধান দীপেন্দ্রনারায়ণ রায়, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক মহুয়া মল্লিক প্রমুখ। এদিন জেলার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এই ম্যাজিক কর্মশালায় অংশ নেয়।