আজ ডুরান্ডের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

Must read

প্রতিবেদন : আজ বুধবার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে শুরু হচ্ছে ১৩৪তম ডুরান্ড কাপ। ইস্টবেঙ্গল ও সাউথ ইউনাইটেডের মধ্যে উদ্বোধনী ম্যাচের আগে ডুরান্ডের সূচনা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee- Durand)। গত বছর দিল্লিতে থাকায় টুর্নামেন্টের উদ্বোধনে আসতে পারেননি তিনি। তবে এবার ডুরান্ডের উদ্বোধনে থাকছেন মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে উপস্থিত থাকবেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস-সহ সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের উচ্চপদস্থ কর্তারা। মুখ্যমন্ত্রী দু’বছর আগে যুবভারতীতে ডুরান্ড কাপের সূচনা করেছিলেন বলে কিক মেরে। এবারও তেমনটাই করতে পারেন। পাশাপাশি ইস্টবেঙ্গল ও সাউথ ইউনাইটেডের কোচ, ফুটবলারদের সঙ্গে মিলিত হবেন।

যুবভারতীতে উদ্বোধনী অনুষ্ঠানের মহড়া চলে আগের দিন। এবারও নানা পরিকল্পনা করা হয়েছে অনুষ্ঠান ঘিরে। বুধবার বিকেল সাড়ে চারটে নাগাদ উদ্বোধনী অনুষ্ঠান শুরু হওয়ার কথা। ম্যাচ শুরু বিকেল সাড়ে পাঁচটায়। তার আগে আধঘণ্টার উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিবারের মতো এবারও থাকছে ‘ফ্লাইপাস্ট’। সেনাবাহিনীর চপাড় যুবভারতীর আকাশে ‘এয়ার শো’ করবে। এয়ার শো-এ নেতৃত্ব দেবেন হেলিকপ্টারের পাইলটরা। পারফর্ম করবেন সেনাবাহিনীর গোর্খা রেজিমেন্ট, শিখ রেজিমেন্টের সদস্যরা।

আরও পড়ুন: কৃষক আত্মহত্যা: সরকারের কাছে কোনও তথ্য নেই

বাংলার সংস্কৃতির কথাও মাথায় রাখা হয়েছে। ছৌ নৃত্যশিল্পীরাও পারফর্ম করবেন বলে জানা গিয়েছে। দেখা যেতে পারে বাউল সঙ্গীতও। সেনাবাহিনীর নিজস্ব ব্যান্ডের গানের সঙ্গে মার্শাল আর্ট শো থাকবে। এবার কলকাতা ছাড়াও ডুরান্ডের (Mamata Banerjee- Durand) বাকি চার আয়োজক শহর জামশেদপুর, কোকড়াঝাড়, ইম্ফল এবং শিলংয়েও প্রথম ম্যাচের আগে উদ্বোধনী অনুষ্ঠান হবে।

Latest article