যুবভারতীতে সূচনা ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের, মুখ্যমন্ত্রীর শটে কিক-অফ

বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ১৩৪তম ডুরান্ড কাপের কিক-অফ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Must read

প্রতিবেদন : বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ১৩৪তম ডুরান্ড কাপের কিক-অফ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলে দুরন্ত কিক মেরে বিশ্বের অন্যতম প্রাচীন এই টুর্নামেন্টের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, ক্রীড়াপ্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি, দমকলমন্ত্রী সুজিত বোস-সহ সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের উচ্চপদস্থ কর্তারা।

আরও পড়ুন-নারী সুরক্ষায় গুরুত্বপূর্ণ বার্তা! স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় টোটোচালককে ২৫ বছরের কারাদণ্ড

বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান দেখে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী বলেন, ডুরান্ড কাপ বিশ্বের অন্যতম প্রাচীন টুর্নামেন্ট। বাংলা থেকে এবার চারটি দল খেলছে। তাদের আমি অভিনন্দন জানাই। আশা করি, আগামী দিনে বাংলা থেকে আরও দল খেলবে। অংশগ্রহণকারী বাকি দলগুলিকেও আমার শুভেচ্ছা ও অভিনন্দন। এই টুর্নামেন্ট আমি সেনাবাহিনীকে উৎসর্গ করছি।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি ইস্টবেঙ্গল ও বেঙ্গালুরুর সাউথ ইউনাইটেডের ফুটবলারদের সঙ্গে পরিচিত হন মুখ্যমন্ত্রী। তারপরই বলে শট মেরে ডুরান্ডের সূচনা করেন। উদ্বোধনী অনুষ্ঠান মাঠের ধারে বসেই উপভোগ করেন তিনি। এবার ছৌ নৃত্যশিল্পীরা পারফর্ম করেন। বাংলার বাউল শিল্পীরাও ছিলেন অনুষ্ঠানে। সেনাবাহিনীর গোর্খা, শিখ-সহ বিভিন্ন রোজিমেন্টের সদস্যরা পারফর্ম করেন। টুর্নামেন্ট কিক-অফের সময় সেনার হেলিকপ্টারবাহিনীর পাইলটরা যুবভারতীর উপর ‘এয়ার শো’ করেন।

Latest article