ডুরান্ড কাপ সেনাকে উৎসর্গ করছি : মুখ্যমন্ত্রী

জমকালো উদ্বোধনে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ১৩৪তম ডুরান্ড কাপের সূচনা হল। বুধবার ঐতিহ্যবাহী টুর্নামেন্টের কিক অফ করলেন মুখ্যমন্ত্রী

Must read

প্রতিবেদন : জমকালো উদ্বোধনে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ১৩৪তম ডুরান্ড কাপের সূচনা হল। বুধবার ঐতিহ্যবাহী টুর্নামেন্টের কিক অফ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনী ম্যাচ শুরুর আগে বলে দু’বার কিক মেরে এশিয়ার প্রাচীনতম টুর্নামেন্টের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি হয়। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি, দমকলমন্ত্রী সুজিত বোস-সহ সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের উচ্চপদস্থ কর্তারা।
মুখ্যমন্ত্রী বলেন, ১৮৮৮ সাল থেকে ডুরান্ড কাপ হচ্ছে। বিশ্বের তৃতীয় প্রাচীনতম টুর্নামেন্ট। এবার বাংলার চারটি দল খেলছে। ভবিষ্যতে বাংলা থেকে আরও দল খেলবে। অন্য রাজ্যেরও দল খেলছে। উদ্বোধনী ম্যাচে ইস্টবেঙ্গল খেলছে সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে। অংশগ্রহণকারী প্রতিটি দলকেই আমি শুভেচ্ছা জানাচ্ছি। বাংলার মানুষ সবসময় ফুটবল খেলাকে ভালবাসে। আমরা নিজেদের খেলা নিয়ে গর্বিত। আমি এই ডুরান্ড কাপ সেনাবাহিনীকে উৎসর্গ করছি।

আরও পড়ুন-পাঁচ গোলে শুরু ইস্টবেঙ্গলের

২০১৯ সাল থেকে ডুরান্ড কলকাতায় স্থানান্তরিত হওয়ার পর সেনাবাহিনীর সঙ্গে যৌথ উদ্যোগে ঐতিহ্যশালী প্রতিযোগিতা আয়োজন করছে পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া দফতর। এদিন যুবভারতীতে ডুরান্ডের কিক অফ করার আগে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হওয়া দুই দল ইস্টবেঙ্গল ও সাউথ ইউনাইটেডের ফুটবলারদের সঙ্গে পরিচিত হন মুখ্যমন্ত্রী। তার আগে ৩০ মিনিটের সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠান মাঠে বসেই উপভোগ করেন তিনি। সাংস্কৃতিক অনুষ্ঠান ‘গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ’ দিয়ে শুরু। বাংলার সংস্কৃতির কথা মাথায় রেখে এবার ছৌ নৃত্যশিল্পীরা পারফর্ম করেন। মুূখ্যমন্ত্রীর লেখা গানেও নৃত্য পরিবেশিত হয়। বাংলার বাউল শিল্পীরাও ছিলেন অনুষ্ঠানে। শিখ রেজিমেন্টের ‘ভাঙরা’ থেকে পশ্চিমবঙ্গ রেজিমেন্টের রবীন্দ্রনৃত্যও ছিল। সেনাবাহিনীর গোর্খা রেজিমেন্টের ‘কুকরি নাচ’ এবং সেনাবাহিনীর নিজস্ব ব্যান্ড শো-এ হয় মার্শাল আর্ট শো। শিখ, অসম এবং মারাঠা রেজিমেন্টের সদস্যরাও পারফর্ম করেন। টুর্নামেন্ট কিক অফের সময় সেনাবাহিনীর হেলিকপ্টারবাহিনীর পাইলটরা যুবভারতীর উপর ‘এয়ার শো’ করেন। পুষ্পবৃষ্টি হয়।

Latest article