হরমনের নজর এবার বিশ্বকাপে

হরমনপ্রীতের অনবদ্য সেঞ্চুরির (৮৪ বলে ১০২ রান) সুবাদে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৫ উইকেটে ৩১৮ রান তুলেছিল ভারত।

Must read

চেস্টার লে স্ট্রিট, ২৩ জুলাই : টি-২০ সিরিজের পর এবার একদিনের সিরিজ জয়। হরমনপ্রীত কৌর সাফ জানাচ্ছেন, এই সাফল্য তাঁদের আত্মবিশ্বাস আরও বাড়াবে। শেষ ম্যাচে ইংল্যান্ডকে ১৩ রানে হারিয়ে ২-১ ব্যবধানে একদিনের সিরিজ জিতেছে ভারত। হরমনপ্রীতের অনবদ্য সেঞ্চুরির (৮৪ বলে ১০২ রান) সুবাদে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৫ উইকেটে ৩১৮ রান তুলেছিল ভারত।

আরও পড়ুন-ডুরান্ড কাপ সেনাকে উৎসর্গ করছি : মুখ্যমন্ত্রী

পাল্টা ব্যাট করতে নেমে, ৪৯.৫ ওভারে ৩০৫ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। ৫২ রানে ৬ উইকেট নেন ভারতীয় পেসার ক্রান্তি গৌড়। ম্যাচের সেরার পুরস্কার ক্রান্তির সঙ্গে ভাগ করে নিয়েছেন হরমনপ্রীত। তাঁর বক্তব্য, অনেকদিন ধরেই একজন জোরে বোলারের খোঁজে ছিলাম। ক্রান্তি এই খোঁজের ফসল। অসাধারণ বোলিং করেছে। তাই ম্যাচের সেরার পুরস্কার ওর সঙ্গে ভাগ করে নিতে চাই। হরমনপ্রীত আরও বলেছেন, এই জয় আমাদের আত্মবিশ্বাস বাড়াবে। বিশেষ করে, এটা বিশ্বকাপের বছর। তার আগে ইংল্যান্ড সফরের পারফরম্যান্স দেখে মনে হচ্ছে, আমরা সঠিক পথেই এগোচ্ছি।

Latest article