বিদ্রোহ এবার শাসক শিবিরেই

মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দল জেডিইউ'র মধ্যেই বিধানসভা ভোটের আগে নির্বাচন কমিশনের অতি-সক্রিয়তা নিয়ে তীব্র মতান্তর দেখা দিয়েছে।

Must read

প্রতিবেদন: বিহারের নির্বাচনী তালিকা সংশোধন নিয়ে এবার তুমুল ক্ষোভ বিজেপি জোটেই। মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দল জেডিইউ’র মধ্যেই বিধানসভা ভোটের আগে নির্বাচন কমিশনের অতি-সক্রিয়তা নিয়ে তীব্র মতান্তর দেখা দিয়েছে। কার্যত বিরোধী শিবিরের বক্তব্যের সঙ্গেই মিলে যাচ্ছে শাসক জোটের জনপ্রতিনিধিদের অভিযোগের সুর।
এই বছরের শেষের দিকে নির্ধারিত বিধানসভা নির্বাচনের আগে বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে অসন্তোষ জানিয়ে বিজেপির জোটসঙ্গী তথা রাজ্যের শাসক দল জেডিইউ-এর সাংসদ গিরিধারী যাদব বুধবার বলেছেন, নির্বাচন কমিশনের এই অনুশীলন একটি তুঘলকি ফরমান ছাড়া কিছু নয়। তাঁর নিজেরই প্রয়োজনীয় নথি জোগাড় করতে ১০ দিন সময় লেগেছে বলে জানান জেডিইউ নেতা। সংসদের বাইরে সংবাদসংস্থার সঙ্গে কথা বলার সময় বাঁকার এই সাংসদ বলেন, নির্বাচন কমিশনের কোনও ব্যবহারিক জ্ঞান নেই। তারা বিহারের ইতিহাস জানে না, ভূগোল জানে না; সর্বোপরি তারা কিছুই জানে না।

আরও পড়ুন-হাতিদের গতিবিধিতে নজরদারি কন্ট্রোল রুম বক্সা ব্যাঘ্র প্রকল্পে

সংসদের চলতি বর্ষাকালীন অধিবেশনে বিরোধী দলগুলি ঐক্যবদ্ধভাবে এসআইআর-এর বিরোধিতা করছে। গিরিধারী যাদব প্রশ্ন তোলেন যে এই বর্ষাকালে, যখন গ্রামেগঞ্জে চাষাবাদ চলছে, তখন একজন কীভাবে এসআইআর-এর জন্য প্রয়োজনীয় নথি জোগাড় করবেন? সাংসদ বলেন, আমার সমস্ত নথি জোগাড় করতে ১০ দিন সময় লেগেছে। আমার ছেলে আমেরিকায় থাকে। সে মাত্র এক মাসের মধ্যে কীভাবে স্বাক্ষর করবে? শাসক জোটের সাংসদ বলেন, এসআইআর আমাদের উপর জোর করে চাপানো হয়েছে। তাঁর যুক্তি, নির্বাচন কমিশনকে যদি এটি করতেই হত, তাদের এই কাজের জন্য ছয় মাস সময় নেওয়া উচিত ছিল। বিজেপি শিবিরকে অস্বস্তিতে ফেলে খোদ নীতীশের দলের নেতা বলেন, ইয়ে তুঘলকি ফরমান হ্যায় চুনাব আয়োগ কা। সেইসাথে সাংসদ জানান, এই মতামত তাঁর ব্যক্তিগত। পাশাপাশি তাঁর মন্তব্য, যদি আমি সত্য বলতে না পারি, তাহলে আমি কেন সাংসদ হয়েছি?
জেডিইউ সাংসদের এই মন্তব্য বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদবের বিধানসভায় দেওয়া যুক্তির সঙ্গেই হুবহু মিলে গিয়েছে। তেজস্বী বিহার বিধানসভায় বলেছিলেন, আমরা এসআইআর নিয়ে এ-ধরনের তড়িঘড়ি
প্রক্রিয়ার বিরুদ্ধে।

Latest article