সমাজ উন্নয়নে রাজ্যের কাজে খুশি ইউনিসেফের প্রতিনিধিরা

ইউনিসেফের ভারতীয় প্রতিনিধিত্বকারী সিন্থিয়া ম্যাকক্যাফ্রি মঙ্গলবার নবান্নে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন৷

Must read

নাজির হোসেন লস্কর: ইউনিসেফের ভারতীয় প্রতিনিধিত্বকারী সিন্থিয়া ম্যাকক্যাফ্রি মঙ্গলবার নবান্নে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন৷ মুখ্যমন্ত্রীর মস্তিষ্কপ্রসূত সমাজ উন্নয়নমূলক নানা জনকল্যাণ প্রকল্পের জন্য বিশ্বখ্যাত বাংলা৷ সাক্ষাৎপর্বে ইউনিসেফের প্রতিনিধিদের কাছে বাংলার বিভিন্ন প্রকল্প ও রূপায়নের কথা আলোচনায় উঠে এসেছে৷ এরপর সিন্থিয়া, পশ্চিমবঙ্গের ইউনিসেফ প্রধান ডঃ মঞ্জুর হোসেন–সহ ওই প্রতিনিধি দল বুধবার দক্ষিণ ২৪ পরগনা জেলার বিষ্ণুপুর-১ ব্লক সরেজমিনে পরিদর্শন করলেন৷ রাজ্য সরকারের জনমুখী নানা প্রকল্পের কাজ খতিয়ে দেখলেন তাঁরা৷ তাঁদের সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) সৌমেন পাল, জেলার স্যানিটেশন সেলের নোডাল অফিসার অনির্বাণ বোস, বিডিও নাজিরুদ্দিন সরকার প্রমুখ।

আরও পড়ুন-বরাদ্দ বন্ধ কেন্দ্রের, অর্থাভাবে ধুঁকছে কলকাতার স্ট্যাটিসটিকাল ইনস্টিটিউট

দক্ষিণ ২৪ পরগনা জেলায় প্রথম নির্মিত প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ইউনিট ইউনিসেফের প্রতিনিধি দল পরিদর্শন করেন৷ সেইসঙ্গে সমস্ত ব্লকের বর্জ্য ব্যবস্থাপনার প্রতিষ্ঠা এবং তার পরিচালনা বিষয়ে বিস্তারিত তুলে ধরেন আধিকারিকরা। পরবর্তী সময়ে গ্রাম পঞ্চায়েত স্তরে শিশুবান্ধব গ্রাম গড়ে তোলার লক্ষ্যে গ্রাম পঞ্চায়েত পরিকল্পনা গ্রহণ এবং রূপায়ণ করেন৷ এ বিষয়ে আমগাছিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান, সদস্য এবং কর্মচারীদের সঙ্গে হয় মত-বিনিময়। এই পর্যায়ে উপস্থিত ছিলেন ব্লক, গ্রাম পঞ্চায়েত এবং সংসদ স্তরের গঠিত শিশু সুরক্ষা কমিটির সদস্যরা। শিশু সুরক্ষা কমিটির সদস্যদের সঙ্গে তাদের কার্যকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন পরিদর্শনকারী প্রতিনিধিরা। মুখ্যমন্ত্রীর বিভিন্ন উদ্যোগকে প্রশংসায় ভরিয়ে দেন তাঁরা। সভায় উপস্থিত ছাত্র-ছাত্রীদের সঙ্গে শিশু সুরক্ষা বিষয়ে সরাসরি বার্তালাপ করেন সিন্থিয়া ম্যাকক্যাফ্রি। সামাজিক ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য কন্যাশ্রী ক্লাবের সদস্যদের তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন। শিশু বান্ধব সংঘ গড়ে তোলা এবং বিভিন্ন সামাজিক ক্ষেত্রে এগিয়ে এসে কাজ করার জন্য তাঁরা উৎসাহ প্রদান করেন স্বয়ম্বর গোষ্ঠীর সদস্যদের। এরপর প্রতিনিধি দল কেওড়াডাঙ্গা-গাববেড়িয়াতে অবস্থিত আশা ভবন পরিদর্শন করেন এবং বিশেষভাবে সক্ষম শিশুদের নিয়ে কাজের ভূয়সী প্রশংসা করেন৷

Latest article