”বাচ্চারা ভুল শিখছে, সিরিয়াল থেকে ছড়াচ্ছে বিষ”, ‘গুন্ডামি’ দেখানো বন্ধের পরামর্শ মুখ্যমন্ত্রীর

বৃহস্পতিবার, ধনধান্য স্টেডিয়ামে ‘মহানায়ক সম্মান ২০২৫’ অনুষ্ঠানের মঞ্চ থেকে সেই সিরিয়ালের বিষয়বস্তু নিয়ে নিজের অপছন্দের কথা জানালেন মুখ্যমন্ত্রী।

Must read

বাংলা টেলিভিশনের ধারাবাহিকগুলিতে একের পর এক ‘বাজে’ কনটেন্ট পরিবেশিত হচ্ছে এবং সেটা যে সমাজে ভয়ঙ্কর প্রভাব ফেলছে সেই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerje)। বৃহস্পতিবার, ধনধান্য স্টেডিয়ামে ‘মহানায়ক সম্মান ২০২৫’ অনুষ্ঠানের মঞ্চ থেকে সেই সিরিয়ালের বিষয়বস্তু নিয়ে নিজের অপছন্দের কথা জানালেন মুখ্যমন্ত্রী। স্পষ্ট জানালেন, সিরিয়াল দীর্ঘায়িত করতে ‘গুন্ডামি’ দেখানো উচিত নয়। এতে সমাজে বিরূপ প্রভাব পড়ে। এর পাশাপাশি, বাংলা সিরিয়ালে (Serial) বাংলা গান দেখানোর বিষয়েও জোর দেন মমতা।

আরও পড়ুন-”বাংলার শিল্পীদের ৫ লক্ষ পর্যন্ত স্বাস্থ্য বীমা”, উত্তম কুমারের প্রয়াণদিবসে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের

বরাবরই বাংলা শিল্প-সংস্কৃতির পৃষ্ঠপোষক মমতা বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নিজে কবিতা লেখেন, গান লেখেন, সুর দেন। তাঁর আমলে সম্মান পেয়েছেন বাংলার বড়পর্দা, ছোটপর্দা থেকে শুরু করে যাত্রা, মঞ্চশিল্পী, গায়ক, পরিচালক, সুরকার-গীতিকাররা। গুণীদের সম্মান জানাতে প্রতিবছর মহানায়ক উত্তম কুমারের মৃত্যুদিনে মহানায়ক সম্মান দেওয়া শুরু করেন মমতা। এদিন সেই মঞ্চ থেকে বাংলা বিনো-জগতের এক গুরুত্বপূর্ণ অংশ বাংলা সিরিয়াল নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বাংলার মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, বাংলা সিরিয়াল খুলেই দেখা যাচ্ছে, এ ওকে বিষ দিয়ে দিচ্ছে। ভায়োলেন্স দেখানো হচ্ছে। মমতার মতে, এর নেগেটিভ প্রভাব পড়ে সমাজে। ছোটরা এই সব দেখে ভুল শিক্ষা পাচ্ছে। এমনকী আত্মহাত্যার প্রবণতা বাড়ছে বলেও অভিযোগ মুখ্যমন্ত্রী। এই বিষয়ে সিরিয়াল নির্মাতাদের নজর দেওয়া পরামর্শ দেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

আরও পড়ুন-স্বামীকে মুক্তির প্রতিশ্রুতি দিয়ে স্ত্রীকে ধর্ষণ, কলকাতায় গ্রেফতার অসমে কর্মরত সেনাকর্মী

মমতা বলেন, সিরিয়ালের এপিসোড বাড়াতে হবে বলে রোজ গুন্ডামি দেখাতে হবে! বাড়ান ভালো বিষয় দিয়ে। কত উদ্ভাবনী বিষয় আছে। তা না দেখিয়ে এ ওকে গুলি করছে, এ ওকে ছুরি মারছে। এসব দেখলেই আমি টিভি বন্ধ করে দিই। এই সব দেখলে টেনশন বেড়ে যায়। সারাদিনের শেষে সিরিয়াল দেখে রিল্যাক্স করব না টেনশন করব। সিরিয়াল লোকে দেখে বিনোদনের জন্য। এই সব কথা মাথায় রেখে তৈরি করতে হবে। হাসি-খুশি-মজা-সামাজিক গল্প নিয়ে সিরিয়াল করতে হবে, যা মানুষের বিবেককে, আবেগকে জাগ্রত করে।

আরও পড়ুন-অমানবিক! পণ না পেয়ে নিজের সন্তানকে উল্টো করে ঝুলিয়ে রাস্তায় ঘোরালেন যুবক

এর পরেই বাংলা সিরিয়ালে হিন্দি গান নিয়েও অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। বলেন, বাংলায় অনেক কালজয়ী গান আছে। স্বর্ণযুগের গান এখনও মানুষের মন ছুঁয়ে যায়। সেই সব না বাজিয়ে ঝিনচ্যাক (পড়ুন বলিউডি) গান বাজানো হচ্ছে সিরিয়ালে। মমতার কথায়, ওদের তো একটা প্ল্যাটফর্ম আছে। সেখানে তারা বাজায়। সব ভাষার গানকেই তিনি সম্মান জানান, পছনন্দ করেন। কিন্তু এখানে বাংলা গানকে তো বেশি করে দেওয়া হবে-মত মমতার। এখানে অনেক প্রতিভাধর সঙ্গীতশিল্পী আছেন। অনেক সঙ্গীতশিল্পী আছেন, যাঁরা নিজেরাই গান তৈরি করেন। মুখ্যমন্ত্রী স্পষ্ট করেন, বাংলা ভাষাকে বাদ দিয়ে কিছু করতে পারা যাবে না।

Latest article