বিজেপি শাসিত রাজ্যগুলিত হেনস্থার শিকার হচ্ছেন বাঙালি পরিযায়ী শ্রমিকরা। এবার ভিন রাজ্যে কাজ করতে গিয়ে সমস্যার সম্মুখীন হলে বাংলার পরিযায়ী শ্রমিকরা যোগাযোগ করতে পারবেন রাজ্য পুলিশের (West Bengal Police) হেল্পলাইনে।
আরও পড়ুন: জুলাই এলেই গাছ লাগানোর হিড়িক, বাঁচে কটা? বন মহোৎসবে প্রশ্ন বীরবাহার
সোশ্যাল মিডিয়ার ওয়েস্ট বেঙ্গল পুলিশ (West Bengal Police) জানিয়েছে, “বাংলা থেকে ভিনরাজ্যে কাজ করতে গিয়ে সমস্যায় পড়লে যোগাযোগ করুন রাজ্য পুলিশের হেল্পলাইনে। বাংলা থেকে ভিনরাজ্যে কাজ করতে গিয়ে অনেকে নানা সমস্যার মুখে পড়ছেন এবং হেনস্থার শিকার হচ্ছেন বলে বিভিন্ন সূত্রে আমরা খবর পাচ্ছি। কিন্তু যাঁরা ভুক্তভোগী, তাঁদের বা তাঁদের পরিবারের লোকজন এই সমস্যার কথা কাকে জানাবেন, কীভাবে জানাবেন, সেই বিষয়ে ওঁদের কোনও স্পষ্ট ধারণা নেই। বাংলা থেকে ভিনরাজ্যে কাজ করতে যাওয়া নাগরিকরা যদি কোনও ধরনের সমস্যায় পড়েন, তাঁদের বা তাঁদের পরিবারের কাছে আমাদের আবেদন, সঙ্গে সঙ্গে আপনার স্থানীয় থানায় জানান। জেলার কন্ট্রোল রুমেও জানাতে পারেন। এ ছাড়া, পরিবারগুলির সুবিধার্থে আমরা চালু করছি একটি হেল্পলাইন। যার নম্বর হল 9147727666 । এই নম্বরে শুধু হোয়াটস্যাপ করা যাবে। মেসেজ করে প্রয়োজনীয় তথ্য এখানে দিতে পারেন, নিজের নাম-ঠিকানাসহ। প্রতিটি তথ্য যাচাই করে সংশ্লিষ্ট রাজ্যের সঙ্গে যোগাযোগ করে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”