প্রতিবেদন : কেন্দ্রীয় সরকারের বরাদ্দ তালিকা থেকেই বাংলা বাদ! মোদি সরকার যে বাংলার সঙ্গে দীর্ঘদিন ধরে বঞ্চনা করে আসছে, তার হাতে গরম প্রমাণ পাওয়া গেল সংসদের বাদল অধিবেশনে। প্রতিবাদে গর্জে উঠল তৃণমূল। এই মর্মে রাজ্যসভায় সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, বাংলা কি দেশের বাইরে? কেন বাংলার নাম নেই তালিকায়? তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়ান শুক্রবার রাজ্যসভায় প্রশ্ন তুলেছিলেন মনরেগা (MGNREGA ) প্রকল্পের অধীনে ১০০ দিনের কাজের বরাদ্দ নিয়ে৷ এই প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় সরকারের তরফে যে তালিকা পেশ করা হয়েছে সেখানে বাংলার নাম উল্লেখই করা হয়নি! এ-প্রসঙ্গে ডেরেক ও’ব্রায়ান বলেন, গত অর্থবর্ষের তুলনায় চলতি অর্থবর্ষে সারা দেশে শ্রমিকদের সংখ্যা ৮ কোটি ৩৪ লক্ষ থেকে কমে ৭ কোটি ৮৮ লক্ষ হয়েছে৷ একইসঙ্গে কমেছে গড় কর্মদিবসের পরিমাণ, ৫২ থেকে কমে তা ৫০ হয়েছে৷ এই আবহে দেশের সব ক’টি রাজ্যের জন্য কেন্দ্রীয় বরাদ্দ কত, জানতে চেয়েছিলেন তিনি। জবাবে কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী শিবরাজ সিং চৌহান যে তালিকা পেশ করেছেন সংসদে, সেখানে বাংলার কোনও নামই নেই! ফলে মোদি সরকারের বিমাতৃসুলভ আচরণ, বাংলাকে বঞ্চনা ফাঁস হয়ে গিয়েছে। কড়া প্রতিবাদ জানিয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলা কি দেশের বাইরে? এইভাবে গায়ের জোরে, ক্ষমতার জোরে বাংলার নাম তালিকা থেকে বাদ দিতে পারেন না আপনারা! মনে রাখবেন আগামী বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ বিজেপিকে ব্রাত্য করে এর জবাব দেবে কড়ায়-গণ্ডায়৷
আরও পড়ুন: বসন্তকুঞ্জে জল-আলো ফেরানোর লড়াই এবার