প্রতিবেদন : আজ শনিবার রাজ্যের বিশ্ববিদ্যালগুলির উপাচার্যদের সঙ্গে বৈঠকে বসছেন রাজ্যপাল আচার্য সিভি আনন্দ বোস। উপাচার্যদের রাজভবনে যাওয়ার প্রয়োজনীয় অনুমতি উচ্চ শিক্ষা দফতর থেকে মিলেছে বলেও খবর। উপাচার্য নিয়োগের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত। আদালত স্পষ্টভাবে একথা জানিয়েও দিয়েছে। ফলে মুখ্যমন্ত্রীর পাঠানো তালিকা থেকেই উপাচার্য নিয়োগ করতে বাধ্য থাকবেন আচার্য। দুটি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কিছু মতভেদ রয়েছে। এনিয়ে সমস্ত কথাই সুপ্রিম কোর্টের সর্বশেষ শুনানিতে সরকারে পক্ষের আইনজীবী বিচারপতিকে জানিয়েছেন।