প্রতিবেদন : স্পষ্ট হয়ে গেল বিজেপির দ্বিচারিতা। এরা মুখে এক, কাজে আর-এক। প্রমাণ হয়ে গেল ধর্ষক-খুনিদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড চায় না বিজেপি। কারণ পশ্চিমবঙ্গ বিধানসভায় পাশ-হওয়া অপরাজিতা বিল (Aparajita Bill) ফেরত পাঠিয়েছেন রাষ্ট্রপতি। সূত্রের খবর, এই বিল এবার বিধানসভাকে ফেরত পাঠাবেন রাজ্যপাল। পুরো বিষয়টি নিয়ে খোঁজ-খবর করছে দল। যদি এই বিল ফেরতের ঘটনা সত্য হয়, তবে এর তীব্র প্রতিবাদ জানাবে তৃণমূল কংগ্রেস। শুক্রবার এ-বিষয়ে দলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপিকে তীব্র কটাক্ষে বলেন, নারীনির্যাতন-নারীসুরক্ষা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কতটা উদ্বিগ্ন— তিনি চান নারীদের ওপর অত্যাচার-করা ধর্ষক-খুনিদের সর্বোচ্চ সাজা ফাঁসি হোক। কিন্তু বিজেপি মনে করে ঠিক তার উল্টো। বিজেপি সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড চায় না। তারা তো নারীনির্যাতনকারীদের নিয়ে সংসদে বসে থাকেন! কুণালের সংযোজন, সবটা নিয়ে বিস্তারিত খোঁজখবর চলছে। এটা যদি সত্যি হয়, অপরাজিতা বিলের অনুমোদন কেন্দ্র না যদি না দেয় বিজেপির মুখোশ খুলে যাবে। এবার নারীনির্যাতন নিয়ে নাটক-দ্বিচারিতা বন্ধ করুক বিজেপি। ওদের রাজ্যগুলিতে তো অবিরত ধর্ষণ-খুনের ঘটনা ঘটছে।
নারী সুরক্ষা এবং ধর্ষণ-খুনে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড সুনিশ্চিত করতে তৈরি করা হয় অপরাজিতা বিল (Aparajita Bill)। বিশেষ উদ্যোগ নিয়ে রাজ্য বিধানসভায় অপরাজিতা বিল পাশ হয়। এই বিল আইনে পরিণত হলে পুরো দেশেই তা লাগু হত এবং যুগান্তকারী দৃষ্টান্ত হয়ে থাকত, মডেল হওয়া উচিৎ ছিল। কিন্তু বিজেপির দ্বিচারিতায় তা সম্ভবত হচ্ছে না।
আরও পড়ুন: জগন্নাথধামে বিদেশিদের ভিড়, সামাল দিতে হোটেল কর্মীদের কর্মশালা পর্যটন দফতরের