অপারেশন সিন্দুর এখনও চলছে, সেনাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ CDS-এর

Must read

অপারেশন সিন্দুর (Operation Sindoor) এখনও চলছে, শেষ হয়নি। সেনাকে সবসময় চূড়ান্ত প্রস্তুত থাকতে হবে, কোন শিথিলতার জায়গা নেই। শুক্রবার দিল্লিতে একটি ডিফেন্স সেমিনার থেকে সেনাবাহিনীকে বার্তা দিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) অনিল চৌহান।

দিল্লির সুব্রত পার্কে আয়োজিত হয়েছিল ডিফেন্স সেমিনারটি। সেখান থেকে সিডিএস আরও বলেছেন, ‘ভবিষ্যতের সেনাকর্মীদের যুদ্ধকৌশলের পাশাপাশি তথ্য-প্রযুক্তি ও শিক্ষাতেও সমান দক্ষ হতে হবে।’ ‘শস্ত্র’ বিদ্যার সঙ্গে ‘শাস্ত্রেও’ (জ্ঞান) পারদর্শী হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। জানিয়েছেন, যুদ্ধে কেউ দ্বিতীয় হয় না। সেনাকর্মীদের সবসময় সতর্ক থাকা উচিত। ২৪ ঘণ্টা প্রস্তুত থাকা উচিত।

আরও পড়ুন: অপরাজিতা বিল : ফেরত কেন্দ্রের, স্পষ্ট হল ধর্ষক খুনিদের ফাঁসি চায় না বিজেপি

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর অপারেশন সিন্দুরের (Operation Sindoor) মাধ্যমে গত ৭ মে প্রত্যাঘাত হানে ভারত। মাটিতে মিশিয়ে দেওয়া হয় পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গিঘাঁটি। ইসলামাবাদও পাল্টা হামলা চালায়। তার উপযুক্ত জবাব দেয় ভারত।

Latest article