কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ তুলে রাজস্থানের আত্মঘাতী ডাক্তারি পড়ুয়া (Student suicide)। একের পর এক বিজেপি শাসিত রাজ্যে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে গুরুতর অভিযোগ জানিয়ে কেন আত্মঘাতী হচ্ছেন পড়ুয়ারা? বারবার অভিযোগ জানিয়ে কোনো কাজ না হওয়ায় ওড়িশার বালেশ্বরে কলেজের মধ্যে গায়ে আগুন লাগিয়ে দেন এক ছাত্রী। এবার উদয়পুরের প্যাসিফিক ডেন্টাল কলেজের এক ছাত্রী সুইসাইড নোটে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলে আত্মহত্যা করেন।
বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ ছাত্রীর ঝুলন্ত দেহ (Student suicide) দেখতে পান তাঁর সহপাঠী। তারপর পুলিশকে খবর দেয় তারা এসে দেহ উদ্ধার করে। ছাত্রীর দেহ উদ্ধারের পরেই দোষীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখান কলেজ পড়ুয়ারা। মিলেছে সুইসাইড নোট। তাতে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। সুইসাইড নোটে লেখা, ‘ইচ্ছা করে পড়ুয়াদের ফেল করিয়ে দিচ্ছে কলেজ কর্তৃপক্ষ। টাকা চেয়ে চাপ দিচ্ছে।টাকা দিলে পাশ করায়। না দিতে পারলে রক্ত শুষে নেয়। ২ মাসের মধ্যে পরীক্ষা নেওয়ার কথা ছিল। ২ বছর পেরিয়ে গিয়েছে। কবে ডিগ্রি পাব, ঈশ্বর জানেন।’
আরও পড়ুন: অপারেশন সিন্দুর এখনও চলছে, সেনাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ CDS-এর
দোষীদের শাস্তির দাবিতে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। ছাত্র-ছাত্রীদের অভিযোগ, পরীক্ষা ও নানা অজুহাতে পড়ুয়াদের চাপ দেওয়া হয়। মানসিক নির্যাতনও চলে। পুলিশ তদন্ত শুরু করেছে। আত্মহত্যার ঘটনায় এখনও পর্যন্ত মুখ খোলেননি কলেজ কর্তৃপক্ষ।